কি দারুণ এক ম্যাচই না দেখলো ক্রিকেট বিশ্ব! কখনো ম্যাচে এগিয়ে যাচ্ছে ভারত আবার কখনো পাকিস্তান।
পেন্ডুলামের মতো দুলতে থাকা এই ম্যাচে বিরাট কোহলি বীরত্বে শেষ বলে ভারত ম্যাচ জিতে নিলেও পুরো ম্যাচেই ব্যাটে বলে দারুণ খেলতে থাকা পাকিস্তানও গর্বিত হতে পারে তাদের খেলায়। তাই তো ম্যাচ শেষে সমর্থক থেকে সাবেক ক্রিকেটার সবাই সমালোচনার বদলে পিঠ চাপড়ে দিচ্ছেন বাবর আজম-হারিস রউফদের।
এবার সে তালিকায় যুক্ত হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি রমিজ রাজা। তিনি জানালেন ক্রিকেটারদের পারফরম্যান্সে তিনি হতাশ নন বরং গর্বিত। গতকাল ম্যাচ শেষে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে রমিজ রাজা বলেন, ‘অসাধারণ এক ম্যাচ। ম্যাচে কেউ জিতবে, কেউ হারবে এটাই স্বাভাবিক। তবে আমরা যেই ম্যাচ উপভোগ করলাম পরাজিত দলের জন্য ম্যাচের এই ফল খুবই নিষ্ঠুর।’
ম্যাচ হারলেও পাকিস্তানের মাঠের খেলার প্রশংসা করে পিসিবি সভাপতি বলেন, ‘ছেলেরা ব্যাটে বলে দারুণ করেছে। এই ম্যাচে এর চেয়ে বেশি কিছু করা অসম্ভব। দলের পারফরম্যান্সে আমি গর্বিত।’
গতকাল অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারিয়ে বিপাকে পড়া পাকিস্তান শান মাসুদ ও ইফতেখার আহমেদের দুই অর্ধশতকের উপর ভর করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।
জবাব দিতে নেমে ৩১ রান চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারতের ব্যাটিং লাইন। এরপর মেলবোর্নে শুরু হয় বিরাট কোহলি মাস্টারক্লাস। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে সাথে প্রতিআক্রমনে শেষ দশ ওভারে ১১৫ রান তুলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৫৩ বলে ৮২ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন বিরাট কোহলি।