ভাগ্যিস, লিভারপুলের একজন সালাহ ছিলেন!

দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরার নেশায় উন্মত্ত হয়ে উঠেছিল বলোগনা, তবে ৭৫ মিনিটে শেষ হয় সব জারিজুরি। ডি বক্সের ঠিক ভিতর থেকে বাম পায়ের বাঁকানো শটে গোলপোস্টের টপ কর্নার খুঁজে নেন সালাহ। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি সফরকারীদের। বলতে গেলে এক সালাহর কাছেই হারতে মানতে হয়েছে তাঁদের, নব্বই মিনিট জুড়েই তাঁরা ব্যস্ত ছিল তাঁকে থামানোর পরিকল্পনায়।

অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের রণ সংগীত বেজে উঠবে আর মোহামেদ সালাহের বুট জোড়ার তীক্ষ্ণ ধার টের পাওয়া যাবে না সেটা বোধহয় হতে পারে না। সবশেষ তাঁর দুরন্তপনা দেখা গেলো বলোগনার বিপক্ষে, চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ হোম ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। ক্লাবের ইতিহাসে আর কারো ঝুলিতেই নেই এমন কীর্তি।

তবে এদিন শুধু গোলই করেছেন এই রাইট উইঙ্গার, তা নয়। দিনের শুরুটা করেছিলেন অ্যাসিস্টও দিয়ে। একেবারে পিন পয়েন্ট ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের প্লেটে গোল তু্লে দিয়েছিলেন তিনি।

আর্জেন্টাইন তারকাকে কেবল পা ছুঁইয়ে আনুষ্ঠানিকতা পূর্ণ করতে হয়েছে। আর তাতেই উড়ন্ত সূচনা পেয়েছিল অলরেডরা। তবে এগারো মিনিটের মাথায় লিড পেলেও স্বাগতিকরা অবশ্য স্বস্তি পায়নি, বলোগনা গোলের নেশায় বারবার হানা দিয়েছে রক্ষণভাগে। ড্যান নডয়ে, ক্যাচপার আরবানস্কি অগ্নি পরীক্ষা নিতে শুরু করেন ভ্যান ডাইকদের।

কিন্তু অ্যালিসন বেকারের দৃঢ়তা আর বার পোস্টের বাঁধায় গোল হজম করতে হয়নি স্বাগতিকদের। যদিও ভাগ্য ভাল না হলে স্রেফ নয় মিনিটের মাথায় পিছিয়ে পড়তে হতো। গোল করেই ফেলেছিল ইতালিয়ান দলটি, কিন্তু বেরসিক অফসাইড বাগড়া দিয়েছে তাঁদের উদযাপনে।

দ্বিতীয়ার্ধেও সমতায় ফেরার নেশায় উন্মত্ত হয়ে উঠেছিল বলোগনা, তবে ৭৫ মিনিটে শেষ হয় সব জারিজুরি। ডি বক্সের ঠিক ভিতর থেকে বাম পায়ের বাঁকানো শটে গোলপোস্টের টপ কর্নার খুঁজে নেন সালাহ। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি সফরকারীদের। বলতে গেলে এক সালাহর কাছেই হারতে মানতে হয়েছে তাঁদের, নব্বই মিনিট জুড়েই তাঁরা ব্যস্ত ছিল তাঁকে থামানোর পরিকল্পনায়।

অনেক বাঘা বাঘা কোচ লিভারপুলের ডাগআউটে এসেছিলেন; তবে তাঁদের সবাইকে ছাড়িয়ে গিয়েছেন আর্নে স্লট। উত্তরসূরীরা যা করতে পারেনি তাই করেছেন তিনি; সবমিলিয়ে তাঁর অধীনে মাত্র নয় ম্যাচ খেলেই আট জয় পেয়েছে অলরেডরা। আর কেউই এত অল্প সময়ে এত বেশি জিততে পারেননি। লিভারপুল আর স্ললের জয়ের ধারা চলতে থাকুক সেটাই প্রত্যাশা ভক্তদের।

Share via
Copy link