হঠাৎ টেস্ট স্কোয়াডে মাহমুদউল্লাহ

১৬ মাস পর সাদা পোশাকে ফিরলেন এই অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহকে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মাহমুদউল্লাহকে যোগ করার ফলে টেস্ট স্কোয়াডের সদস্য সংখ্যা এখন ১৮ জন। ওয়ানডে স্কোয়াড ১৭ জনের এবং টি-টোয়েন্টি স্কোয়াড ১৬ জনের।

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দুই দিন আগে তিন ফরম্যাটের আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলে টেস্ট স্কোয়াডে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। স্কোয়াড ঘোষণার তিন দিন পর অভিজ্ঞ এই ক্রিকেটারকে আজ টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

১৬ মাস পর সাদা পোশাকে ফিরলেন এই অলরাউন্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহকে টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মাহমুদউল্লাহকে যোগ করার ফলে টেস্ট স্কোয়াডের সদস্য সংখ্যা এখন ১৮ জন। ওয়ানডে স্কোয়াড ১৭ জনের এবং টি-টোয়েন্টি স্কোয়াড ১৬ জনের।

সব কিছু ঠিক থাকলে ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশের জন্য কোয়ারেন্টাইন নীতিমালা শিথিল করায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দল আলাদা আলাদা ভাবে জিম্বাবুয়েতে যাবে। প্রতিটা দল মাত্র এক দিনের কোয়ারেন্টাইন শেষেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে।

এই সফরে একটি টেস্টের সাথে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭-১১ জুলাই একমাত্র টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর একই মাঠে ১৬ জুলাই প্রথম ওয়ানডে অনুষ্টিত হবে। ১৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে ও ২০ জুলাই তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডতে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্টিত হবে ২৩ জুলাই। এরপর ২৫ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার পর ২৭ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি ও সফরের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। এর আগে ৩ ও ৪ জুলাই সফরের একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

  • টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
  • ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
  • টি-টোয়েন্টি স্কোয়াড: তামিম ইকবাল, নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, শামীম হোসেন পাটওয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি

  • একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই
  • প্রথম ওয়ানডে: ১৬ জুলাই
  • দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই
  • তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই
  • প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই
  • তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই

সব গুলো ম্যাচই অনুষ্টিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টেস্টের প্রতি দিনের খেলা এবং ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ও টি-টোয়েন্টি ম্যাচ গুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...