ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ক্রিজে আবির্ভূত হলেন কাইল মার্য়াস। ইনিংসের শেষ বলটার আগ অবধি সেই ছক্কার রীতিমতো তাণ্ডব চললো এদিন সিলেটের ঝলমলে রোদ্দুরে। ২৯ বলে ৬১ রানে অপরাজিত থাকলেন তিনি। সাত ছক্কার সাথে এক চারের মারে পাহাড়সম রানের সংগ্রহ এনে দিলেন ফরচুন বরিশালকে।
কাইল মার্য়াসের বয়স কিন্তু ৩৩ ছুঁইছুঁই। পাওয়ার প্লেতে সুইং, বুদ্ধিদীপ্ত বোলিং সবই পারেন এই মিডিয়াম পেসার। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, পারেন মাটি কামড়ে পরে থেকে শক্ত হাতে বিপদ সামলাতেও। এই বাংলাদেশের মাটিটা বড্ড পয়া তার জন্য, এখানেই তো সেই অমর ২০০ রানের ইনিংসটা খেলেছিলেন তিনি।
তবুও আক্ষেপ, হতাশা আছে তার বহুত। কখনোই যে সেভাবে সমাদৃত হননি তিনি। তবে সব হতাশা ছাপিয়ে আরও একবার জ্বলে উঠলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে)। চলতি আসরে ব্যাট হাতে সময়টা ভালো কাটছিল না তার।
তবে কি দারুণ প্রত্যাবর্তনের মঞ্চই না বেছে নিলেন তিনি। বিপিএলে এখন অবধি অপরাজিত দল রংপুর রাইডার্সের বিপক্ষে ঝড় তুলে নিজের শক্তিমত্তার জানান দিলেন আবারও। কামরুল ইসলাম রাব্বি, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনের পেসকে পাত্তাই না দিয়ে কচুকাটা করে বলগুলো করেছেন সীমানা ছাড়া। শেষ পাঁচ ওভারে বরিশাল তুলেছে ৭৩ রান! ১৬ তম ওভারে রাব্বির বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যাচ্ছিলেন মার্য়াস। তবে তাওহীদ হৃদয় তাকে থামিয়ে ছুটে গেলেন আম্পায়ের কাছে। গুনে দেখালেন, ছয় ফিল্ডার আছেন ইনার সার্কেলের বাইরে। ব্যাস, এতেই হয়ে গেল নো বল।
নতুন জীবন পেয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন তিনি রংপুরের বোলারদের বিপক্ষে। ঐ ওভারেই রাব্বিকে টানা তিন বলে দুই ছক্কা আর এক চারে রানের চাকা সচল করেন তিনি। ফাহিম আশরাফকে সাথে নিয়ে এরপর ব্যাট হাতে তাণ্ডব নৃত্য চালিয়েছেন ২২ গজে। শেষ ওভারেও ডিপ মিড উইকেট আর লং অন দিয়ে আর দুই ছক্কা মেরে দলের সংগ্রহ নিয়ে যান ২০০ এর কাছাকাছি।
টি-টোয়েন্টি ক্রিকেটের পয়সা উসুল বিনোদন দিতে ক্যারিবিয়ানদের জুড়ি নেই। তারই প্রমাণ আরও একবার দিলেন মার্য়াস। চার ছক্কার ফুলঝুরিতে জমে উঠেছে বিপিএলেও।