‘রেস্ট ইন পিস ডমেস্টিক ক্রিকেট’ – সামাজিক মাধ্যমে এমনই একটি লেখা প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছিলেন মোহাম্মদ হাফিজ। ঘরোয়া ক্রিকেটের প্রতি তাঁর এমন মন্তব্য ধোঁয়াশা সৃষ্টি করেছিল ক্রিকেট সমর্থকদের মনে। তবে এবার তিনি নিজেই স্পষ্ট করলেন সব রহস্য; জানালেন নির্বাচকদের স্কোয়াড নির্বাচনের প্রতি ইঙ্গিত করেই এই মন্তব্য করেছিলেন।
মূলত ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমিরের মত ক্রিকেটারদের অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত পছন্দ হয়নি এই তারকার। কেননা গত কয়েক বছর ধরে দু’জনেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়া ঘরোয়া ক্রিকেটে আর কোন টুর্নামেন্টে খেলেননি।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দু’জন খেলোয়াড় আছে, ইমাদ ও আমির, যারা বেশ কিছু বছর ঘরোয়া ক্রিকেট খেলেনি, অথচ তাদের দলে ফিরিয়ে আনা হয়েছে। আমির ৩-৪ বছর আগে অবসরও নিয়ে ফেলেছিল, কিন্তু তাকেও ফিরিয়ে আনা হয়েছে।’
আবার ইমাদকে নিয়ে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ইমাদ তো টিভির সামনে বসে থাকতো ঘরোয়া ক্রিকেটের সময়। এমন কি আমি যখন তাঁর সঙ্গে কথা বলেছিলাম তখন সে পাকিস্তানের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। আগে যা হয়েছে সেটি ভুলে পুনরায় দলে ফেরার কথা বলা তখন বলেছিল কেবল লিগ খেলতে চায়। তাঁকেও এখন দলে ফেরানো হয়েছে।’
অন্যদিকে, উসমান খানকে স্কোয়াডে রাখা অনেককে নিরুৎসাহিত করবে বলে মতামত দিয়েছেন তিনি। তাঁর মতে, সিস্টেমের বাইরে থেকে একজনকে নির্বাচন করা হলে অন্যায় করা হয় ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের প্রতি। অনেকেই জাতীয় দলে খেলার লক্ষ্যে মনপ্রাণ উজাড় করে লিস্ট এ কিংবা প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন কিন্তু জাতীয় দলে তাঁদের নিয়ে ভাবা হচ্ছে না।
হাফিজ আরও বলেন, ‘আপনাদের নির্বাচন প্রক্রিয়া ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নয়। এজন্য আমি টুইট করেছি যে আপনারা দেশের ঘরোয়া ক্রিকেটকে মেরে ফেলছেন।’