ডাকছে ইন্টার মিয়ামি, মেসির সঙ্গী বুসকেটস

প্রায় দুই যুগের সম্পর্কের ইতি টেনে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। চলতি মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। পিএসজি কতৃপক্ষ চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও মেসির পক্ষ থেকে দাবী করা বেতন বাড়ানোর প্রস্তাবে রাজি নয় তাঁরা। তাই মেসির সাথে চুক্তি নবায়ন এখন অনেকটাই অনিশ্চিত।

অন্যদিকে প্রায় একই রকম পরিস্থিতি বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুসকেটসের ক্ষেত্রেও। নিজের সেরা ফর্ম অনেক আগেই পিছনে ফেলে আসা এই স্প্যানিশ মিডফিল্ডারের সাথে বার্সেলোনার চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। বার্সেলোনা বেতন কমানোর শর্তে আরো এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে চায়। তাই বুসকেটসের বার্সায় থাকাটাও অনেকটা অনিশ্চিত।

এমন পরিস্থিতিতে দুইজনকেই পেতে চায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মিয়ামি বেশ কয়েকদিন ধরেই বড় তারকাদের দলে ভেরানোর চেষ্টা করছে। ইউরোপীয় ফুটবলে খেলা অভিজ্ঞ খেলোয়াড়দেরই পাখির চোখ করেছেন মিয়ামির হেড কোচ ফিল নেভিল।

মেসি, বুস্কেটস সহ বড় তারকাদের ঘিরে ইন্টার মিয়ামির আগ্রহের গুঞ্জন নতুন কিছু নয়। কিন্তু এতদিন এসব খবর কিছুটা অনানুষ্ঠানিকই ছিল। তবে এবার মিয়ামি কোচ নেভিল সরাসরি জানালেন মেসি, বুসকেটসদের ব্যাপারে আগ্রহী তারা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-কে দেয়া এক সাক্ষাৎকারে নেভিল বলেন, ‘আমি এটি অস্বীকার করব না। আমরা লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের ব্যাপারে আগ্রহী এই ব্যাপারটি আসলে সত্যি।’

নেভিল আরও বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়দের আমরা এই ক্লাবে নিয়ে আসতে চাই। মেসি এবং বুসকেটস গত কিছু বছর ধরে বিশ্বসেরাদের সেই তালিকায় দারুণ ভাবেই আছে। তারা দারুণ খেলোয়াড়। এই ক্লাবের জন্য তারা দারুণ অর্জন হতে পারে। মেজর লিগ সকারের জন্যও এটি হবে গেম চেঞ্জার।’

নিজের ঘর বর্সেলোনায় ফেরা না হলেও নিজের দীর্ঘদিনের সতীর্থ সার্জিও বুসকেটসের সাথে আবারো মাঠে দেখা হয়ে যেতে পারে লিওনেল মেসির। দুই সাবেক সতীর্থের চুক্তিই এখন অনিশ্চয়তায় থাকায় সেই সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link