লিওনেল মেসি মানেই যেন রেকর্ড, তিনি মাঠে নামবেন আর রেকর্ড বইয়ে তোলপাড় শুরু হবে না সেটা হতেই পারে না। সবশেষ পেরুর বিপক্ষে ম্যাচ দিয়েও তো নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তিনি, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় সবার উপরের জায়গাটা যৌথভাবে তাঁর দখলে।
সাবেক আমেরিকান ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের সমান অ্যাসিস্টের মালিক এখন মেসি। দু’জনেরই রয়েছে ৫৮টি করে অ্যাসিস্ট, তবে মেসির সামনে সুযোগ আছে আমেরিকান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার; হয়তো পরের ম্যাচেই সেই দৃশ্য দেখবে ফুটবল বিশ্ব।
যদিও এক্ষেত্রে নেইমার জুনিয়রের নাম আপনাকে নিতেই হবে, ৫৮টি অ্যাসিস্ট করতে মেসির যেখানে লেগেছে ১৯১ ম্যাচ সেখানে নেইমার ১২৬ ম্যাচ খেলেই করেছেন ৫৭টা অ্যাসিস্ট। ইনজুরির আঘাত না থাকলে হয়তো নিশ্চিতভাবেই তিনি ছাড়িয়ে যেতে পারতেন মেসিকে।
পেরুর বিপক্ষে আর্জেন্টাইন সুপারস্টারের অ্যাসিস্টটা অবশ্য ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন। নিজের স্বভাবসুলভ ভঙ্গিমায় ডিফেন্স লাইনকে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে যান তিনি; এরপর ক্রস আর লাউতারো মার্টিনেজের অ্যাক্রোবেটিক ভলি, বাইসাইকেল কিকও বলতে পারেন চাইলে।
আবার এই গোল দিয়ে লাউতারো মার্টিনেজও ছুঁয়ে ফেললেন প্রয়াত ডিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার হয়ে ৩২ গোল করেছিলেন ম্যারাডোনা, তাঁর সমান ৩২ গোল পেয়ে গেলেন মার্টিনেজও। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন তিনি।
আপাতত মেসি আর মার্টিনেজের গন্তব্য দুই দিকে, এমএলএস প্লে অফ থেকে ইন্টার মিয়ামি বাদ পড়ায় লম্বা সময়ের অবসর পেয়ে গেলেন সাবেক বার্সা তারকা। তবে ইন্টার মিলানের দায়িত্ব নিতে আবারো মাঠে নামতে হবে মার্টিনেজকে।