‘এবার তোমাকে খাবো, কালিচরণ’

‘এবার তোমাকে খাবো, কালিচরণ’ – এই বলটা করার আগে একথাই কি বলেছিলেন বোলার মাইক সেলভি আর পাঁচ ফিল্ডার ব্রায়ান ক্লোজ, অ্যালান নট, প্যাট পোকক, টনি গ্রেগ (ঢাকা পড়ে গেছেন) এবং মাইক হেনড্রিক?

শূন্য রানে বোল্ড আউট অ্যালভিন কালিচরণ, মাইক সেলভির বলে, প্রথম ইনিংসে। নন স্ট্রাইকার ওই ম্যাচে ২ ইনিংসেই শতরান করা গর্ডন গ্রিনিজ, যিনি ওই ইনিংসে করেছিলেন ২১১। এর মধ্যে ১৮ টি চারসহ ১৩৪।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় টেস্ট, ৮ জুলাই ১৯৭৬। ৪২৫ রানে টেস্টটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। রানের ব্যবধানের মাপকাঠিতে যা এখন বিশ্বে নবম সর্বোচ্চ।

টসে জিতে ব্যাট নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ২১১ রান করেছিল প্রথম ইনিংসে। একসময় তারা ছিল ৪/২৬, প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন ফ্রেডেরিকস (০), ভিভ রিচার্ডস (৪), কালিচরণ (০) এবং ডেভিট লয়েড (২)। চারটির মধ্য তিনটি উইকেটই নিয়েছিলেন সেলভি, ঐ ইনিংসে যার বোলিং গড় ছিল ১৭-৪-৪১-৪।

হোল্ডিংয়ের ১৪.৫-৭-১৭-৫ আর রবার্টসের ১২-৪-২২-৩ – এমন বোলিং ফিগারের সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ৭১ রান করে।

গর্ডন গ্রিনিজ (১০১) আর ভিভ রিচার্ডসের (১৩৫) ব্যাটে বলীয়ান হয়ে দ্বিতীয় ইনিংসে ৪১১/৫ করে ডিক্লেয়ার করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ পেসার সেলভির বলের হিসেব ছিল ২৬-৩-১১১-২।

দ্বিতীয় ইনিংসে ১২৬ অবধি পৌঁছেছিল ইংল্যান্ড, আবার ঘাতক ছিলেন রবার্টস (২০.৫-৮-৩৭-৬) আর হোল্ডিং (২৩-১৫-২৬-২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link