স্যাবাইনা পার্কে জয়ের সম্ভাবনা জাগিয়েও জেতা হলো ওয়েস্ট ইন্ডিজের। ক্যামেরুন গ্রীন এবং মিচেল ওয়েনের বিষ্ফোরক জুটিতে ম্লান হলো স্বাগতিকদের ব্যাটিং ঝড়। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিন উইকেটের জয় পেল অজিরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ছিল আগ্রাসী। ৩২ রানের মাথায় ব্রান্ডন কিং ফিরলে হাল ধরেন শাই হোপ আর রোস্টন চেজ। ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ক্যারিবীয়দের হাতে। এদিন চেজ ছিলেন বিধ্বংসী, মাত্র ৩২ বলে খেলেন ৬০ রানের ইনিংস। ১৮৭ এর উপর স্ট্রাইক রেটটাই বলে দেয় অজি বোলারদের উপর ঝড় তুলেছিলেন।
অপর প্রান্তে হোপ ছিলেন ধীর-স্থির, দায়িত্ব নিয়ে খেলেছেন ফিফটির ইনিংস। এরপর শেষ দিকে ঝড় তোলেন শিমরন হেটমায়ার। মাত্র ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে বাড়িয়ে দেন রানের গতি।

ওয়েস্ট ইন্ডিজের রানটা দুইশোর গন্ডি পেরোতেই পারতো। তবে ইনিংসের শেষভাগে ডেথ বোলিংয়ে বাজিমাত করেন বেন ডোয়ারশুইস। ৪ উইকেট শিকার করে লাগাম টেনে ধরেন ইনিংসের। ক্যারিবীয়রা থামে ১৮৯ রানে।
একটা জমজমাট লড়াই হওয়ার আভাস ছিল। তবে শুরুতেই বিপর্যয় আসে অজি শিবিরে।ওপেনার ফ্রেজার-ম্যাকগার্ক ফেরেন মাত্র ২ রানে। ইংলিস-মার্শ-ম্যাক্সওয়েলও ধরতে পারেননি দলের হাল, ৯ ওভার শেষে স্কোরবোর্ডে চার উইকেট হারিয়ে ৭৮ রান। এই অবস্থায় অনেকটাই ফেবারিট ছিল ওয়েস্ট ইন্ডিজ।
এরপরই ঝড় উঠে, তছনছ হয়ে যায় ক্যারিবীয়দের বোলিং লাইনআপ। একদিকে গ্রিনের ২৬ বলে ৫১ রানের ইনিংস, অন্যদিকে অভিষেকে ভয়ডরহীন মিচেল ওয়েন! মাত্র ২৭ বলে করেন ৫০। এই জুটিতে ৪০ বলে আসে ৮০ রান! যদিও এরপর দু’জনেই ফেরেন, তবুও জয় তখন হাতছোঁয়া দূরত্বে।

শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। আর ক্যারিবীয়দের জন্য থেকে যায় হারের হতাশা।











