পিসিবি’র নেতৃত্ব বদলেই কপাল পুড়েছে হাফিজের!

মহসিন নাকভি চেয়ারম্যান হওয়ার পরই চাকরি হারানোর শঙ্কা জেগেছিল হাফিজের। ধারণা করা হচ্ছিল, খুব শীঘ্রই চাকরিচ্যুত হতে পারেন সাবেক এ ক্রিকেটার। হয়েছেও তাই। দায়িত্ব গ্রহণের দিন দশেক না গড়াতেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে হাফিজকে সরিয়ে দেন নাকভি। 

পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের হাওয়ার রেশ যেন থামছেই না। এই যেমন ওয়ানডে বিশ্বকাপ ভরাডুবির পর পাকিস্তান দলের ডিরেক্টরের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। একই সঙ্গে দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পড়েছিল তাঁর কাঁধে। কিন্তু মাস তিনেকের ব্যবধানে তিনিও এখন অতীত হওয়ার পথে। তিন মাস না পেরোতেই সাবেক এ ক্রিকেটারকে ধন্যবাদ দিয়ে টিম ডিরেক্টরের পদ থেকে  সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

মূলত, মহসিন নাকভি চেয়ারম্যান হওয়ার পরই চাকরি হারানোর শঙ্কা জেগেছিল হাফিজের। ধারণা করা হচ্ছিল, খুব শীঘ্রই চাকরিচ্যুত হতে পারেন সাবেক এ ক্রিকেটার। হয়েছেও তাই। দায়িত্ব গ্রহণের দিন দশেক না গড়াতেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে হাফিজকে সরিয়ে দেন নাকভি। 

তবে চাকরি খুইয়ে এক টুইট বার্তায় রীতিমত আগুনে ঘি ঢেলেছেন মোহাম্মদ হাফিজ। তাঁর মতে, পিসিবির অস্থিরতার কারণেই তাঁকে চাকরি হারাতে হয়েছে। এ ছাড়া তাঁর অধীনে পাকিস্তানের পারফর্মেন্স নিয়েও কোনো এক সময়ে মুখ খুলবেন বলে জানান তিনি। 

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি লিখেছেন, আমি সব সময় পাকিস্তানকে সম্মান ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছি। একটা ইতিবাচক পরিবর্তনের জন্য ক্রিকেট পরিচালকের দায়িত্ব আমি অনেক আগ্রহের সঙ্গে নিয়েছিলাম। আমাকে পিসিবি থেকে ৪ বছরের জন্য দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। নতুন নেতৃত্ব আসায় দুর্ভাগ্যজনকভাবে সেটাকে ২ মাসেই থেমে গেলো। তবে যাইহোক, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকল’।

ভারত বিশ্বকাপ অভিযান শেষের পর গত নভেম্বরে পিসিবির টিম ডিরেক্টর পদে নিয়োগ পান মোহাম্মদ হাফিজ। তবে দায়িত্ব পাওয়ার তাঁকে প্রধান কোচ হিসেবে ২ টি সিরিজের দায়িত্ব দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজে পাকিস্তান শেষ করে জয়শূন্য থেকে। এরপর নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে তাঁরা হারে ৪-১ ব্যবধানে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...