আরেকবার হবে নাকি নওয়াজ ঝড়!

ব্যাট হাতে ২০০ এর বেশি স্ট্রাইক রেটে ৪২ টি অতি মূল্যবান রান, বোলিংয়ে ২৫ রানে এক উইকেট শিকার এবং ফিল্ডার হিসেবে তিনটি ক্যাচ – তিন বিভাগেই ঈর্ষণীয় পারফরম্যান্স। বলছিলাম পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের কথা। বলতে গেলে সেদিন দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকাটাই তিনি রেখেছিলেন।

আগামীকাল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মাঠের লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান, তখন সেই নওয়াজের প্রসঙ্গ আসবে না – তা কি করে হয়। তাঁর আগে পাকিস্তানের এই ক্রিকেটার এশিয়া কাপের দিকে ফিরে চেয়ে নিজেদের সুখস্মৃতিগুলোতে চোখ বুলিয়ে নিতেই পারেন।

আগের ম্যাচের দারুণ অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি এই বছরের তৃতীয়বারের মোকাবেলায় নিজের আত্মবিশ্বাসকে আরও শানিয়ে নিচ্ছেন। চলতি বছর এশিয়া কাপের আসরে নিজেদের দ্বিতীয় দেখায় পাকিস্তান ভারতকে হারিয়েছিল। আর সেই জয়ের নেপথ্যে নায়ক ছিলেন মোহাম্মদ নেওয়াজ।

ভারত পাকিস্তান মোকাবেলা নিয়ে এই ক্রিকেটার বলেন, পাকিস্তান বনাম ভারত ম্যাচটিকে পুরো পৃথিবীর লোকেরা অনুসরণ করে। এই ম্যাচের অনেক হাইপ রয়েছে। একজন খেলোয়াড় হিসাবে, এই ধরনের খেলায় পারফর্ম করার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আপনি বড় খেলা থেকে অনেক কিছু শিখতে পারবেনন কারণ বড় আসরে, বড় দলের সাথে চাপ বৃদ্ধি পায়।’

নওয়াজের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটি এমন একটি ম্যাচ যার স্বপ্ন প্রতিটি অলরাউন্ডারই দেখেন। সেই ম্যাচটিতে নিজের করা পারফরমেন্স নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের হাইলাইট ছিল।’

নওয়াজ গেল বিশ্বকাপ থেকে পাকিস্তানের টিটোয়েন্টি সেটআপের অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠেছেন। খেলার গতি একা হাতে ঘুরিয়ে দিতে পারেন তিনি। নিজেকে  পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে তৈরী করার জন্য পরিশ্রম ও অধ্যবসায় চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের প্রধান খেলা হলো ক্রিকেট এবং এখানে ক্রিকেটের জন্য মানুষ জান দিতে পারে। তাই তাঁরা আমাদের সমর্থন করে এবং আমাদের ঘিরে তাঁদের প্রত্যাশা অনেক বেশি। যদিও এটা চ্যালেঞ্জিং, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমি এটা উপভোগ করি। যখন পুরো জাতি আপনাকে সমর্থন করছে এবং আপনার থেকে প্রত্যাশা রাখছে, তখন তুমি যদি ভালো পারফর্ম করো, এটা তাদের মুখে খুশি ছড়িয়ে দেওয়ার দারুণ এক উপায়। আমরা সবসময় সেটাই করার চেষ্টা করি।’

মোহাম্মদ নওয়াজ এবারো বিশ ওভারের বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে দারুণ কিছু করবেন সেই আশায় বিশ্বব্যাপী পাকিস্তানের ভক্তরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিজেদের যাত্রার প্রাক্বালে এই ক্রিকেটার সমর্থন চাইলেন ভক্তদের।

তিনি বলেন, ‘সমর্থকদের জন্য আমার বার্তা হল আপনারা আমাদের সমর্থন চালিয়ে যান। আপনাদের সমর্থন আমাদের জন্য সবসময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি ভাল বোলিং ইউনিট এবং কিছু উচ্চ মানের ব্যাটসম্যান পেয়েছি, তাই দলের মনোবল খুব বেশি। আশা করি, আমরা সবার চাওয়া পূরণ করতে পারব। কিছু ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবো এবং ইনশাআল্লাহ বিশ্বকাপ শিরোপা জিতব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link