সেঞ্চুরি পাহাড়ের চূড়ায় যারা

জাতীয় দলে উঠে আসতে লিস্ট এ ক্রিকেটের পারফরম্যান্স খুব গুরুত্ব বহন করে। অনেকে জাতীয় দলে জায়গা মেলাতে না পারলেও লিস্ট এ ক্রিকেটে রানের ফোয়ারা ছুঁটিয়ে চলেছে। আবার কেউ কেউ জাতীয় দলের মত ঘরোয়া ক্রিকেটে লিস্ট এ ফরম্যাটেও ধরে রেখেছেন রাজত্ব।

লিস্ট এ ক্রিকেটে অনন্য উচ্চতায় এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের এই ওয়ানডে ফরম্যাটে এখন তিনি এক আসরে সর্বোচ্চ রানের মালিক। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকাতেও উঠে এসেছেন সেরা দুইয়ে। বাংলাদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কারা আছেন সেটা দেখে নেওয়া যাক।

  • তামিম ইকবাল – ২১ সেঞ্চুরি (২৭৬ ইনিংস)

বাংলাদেশের ড্যাশি ওপেনার হিসেবে পরিচিত তামিম ইকবাল খান লম্বা সময় ধরেই খেলছেন জাতীয় দলে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা ওপেনার তামিম।

লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি মালিক তিনি। জাতীয় দলের হয়ে ১৪টি সেঞ্চুরি ছাড়াও আবাহনী ও প্রাইম ব্যাংকের হয়ে ২টি করে এবং মোহামেডান, চট্রগ্রাম বিভাগ ও ব্রাদার্সের হয়ে সেঞ্চুরি করেছেন একটি করে।

  • এনামুল হক বিজয় – ১৫ সেঞ্চুরি (১৬০ ইনিংস)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে ব্যাট হাতে উড়ন্ত ফর্মে আছেন এনামুল হক বিজয়। গড়েছেন রানের পাহাড়। লিস্ট এ তে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের নামে করেছেন এই ওপেনার। লিস্ট এ ক্রিকেটে মুশফিকুর রহিমকে হটিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি।

১৬০ ইনিংসে ১৫ সেঞ্চুরির মালিক তিনি। প্রাইম ব্যাংকের হয়ে ৬টি, বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩টি সেঞ্চুরি করেছেন এনামুল। এছাড়া আবাহনী ও কলাবাগানের হয়ে ২টি করে এবং বাংলাদেশ এ দলের হয়ে করেছেন একটি সেঞ্চুরি।

  • মুশফিকুর রহিম – ১৩ সেঞ্চুরি (২৯৬ ইনিংস)

বাংলাদেশ ক্রিকেটের মি. ডিপেন্ডেবল। যদিও ব্যাট হাতে খানিকটা অফ ফর্মে আছেন তিনি। ধারাবাহিকতাও হারিয়েছেন। তবে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিতে তৃতীয় স্থানটা ধরে রেখেছেন তিনি। ২৯৬ ইনিংস খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন ১৩টি।

এর মধ্যে জাতীয় দলের হয়ে করেছেন ৮ সেঞ্চুরি। আবাহনী, মোহামেডান, রূপগঞ্জ, শেখ জামাল ও রাজশাহী বিভাগের হয়ে করেছেন বাকি পাঁচটি সেঞ্চুরি।

  • নাঈম ইসলাম – ১২ সেঞ্চুরি (২১১ ইনিংস)

ঘরোয়া লীগে মার্শাল আইয়ুব কে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে নাঈম ইসলাম রেকর্ড গড়েন প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর। ঘরোয়া লিগে নাঈম একজন নিয়মিত পারফর্মার। যেকোনো ফরম্যাটেই রান করে যাচ্ছেন নিয়মিত।

শেষ কয়েকবছর ধরেই ঢাকা প্রিমিয়ার লীগে পারফর্ম করেছেন নজরকাড়া। লিস্ট এ ক্রিকেটে ২১১ ইনিংসে করেছেন ১২ সেঞ্চুরি। রূপগঞ্জের হয়ে করেছেন সর্বোচ্চ সাত সেঞ্চুরি। এছাড়া বাংলাদেশ এ দলের হয়ে ২টি, কলাবাগানের হয়ে ১টি এবং মোহামেডান, রাজশাহী বিভাগের হয়ে করেছেন একটি করে সেঞ্চুরি।

  • লিটন কুমার দাস – ১২ সেঞ্চুরি (১৩১ ইনিংস)

বর্তমানে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক এবং দুর্দান্ত ফর্মে আছেন ওপেনার লিটন কুমার দাস। লিস্ট এ ক্রিকেটে তাঁর ব্যাটিং পরিসংখ্যানটা দুর্দান্ত। ১৩১ ইনিংস খেলে করেছেন ১২ সেঞ্চুরি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দেখা পেয়েছেন পাঁচ সেঞ্চুরি। এছাড়া আবাহনীর হয়ে ৪ টি এবং প্রাইম দোলেশ্বরের হয়ে করেছেন তিন সেঞ্চুরি।

  • মোহাম্মদ আশরাফুল – ১১ সেঞ্চুরি (২৬৭ ইনিংস)

মোহাম্মদ আশরাফুল মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক হতাশা আর আক্ষেপের নাম। ফিক্সিং কান্ডে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে বহু আগেই। তবু ঘরোয়া ক্রিকেটে চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার। লিস্ট এ তে করেছেন ১১ সেঞ্চুরি।

২৬৭ ইনিংস খেলে ১১ সেঞ্চুরির মালিক তিনি। কলাবাগানের হয়ে ৫ ও জাতীয় দলের হয়ে ৩টি ছাড়া বাংলাদেশ এ দল এবং ঢাকা বিভাগ ও ব্রাদার্সের হয়ে করেছেন ১টি করে সেঞ্চুরি। জাতীয় দলে আর ফেরার সম্ভাবনা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা দিয়ে।

  • ইমরুল কায়েস – ১১ সেঞ্চুরি (১৯২ ইনিংস)

২০০৮ সালে অভিষেক হলেও জাতীয় দলে কখনোই নিয়মিত হতে পারেননি ইমরুল কায়েস। অনেকটাই ছিলেন আসা যাওয়ার মাঝে। তবে ঘরোয়া ক্রিকেটে প্রতি মৌসুমেই তিনি নিয়মিত এক মুখ। লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ১৯২ ইনিংস। এই ১৯২ ইনিংসে করেছেন ১১ সেঞ্চুরি।

এর মধ্যে জাতীয় দলের হয়ে করেছেন ৪ সেঞ্চুরি। খুলনা বিভাগের হয়ে ৩টি এবং ১টি করে সেঞ্চুরি করেছেন বাংলাদেশ এ, গাজী গ্রুপ, গাজী ট্যাংক ও শেখ জামালের হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link