এ বছরটাকে বলা যায়, বিশেষ ব্যবস্থায় ক্রিকেট আয়োজনের বছর।
২০২০ সালে করোনার থাবায় পণ্ড হয় বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ। এরপর ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রেখে সিরিজ চালু করে বিভিন্ন ক্রিকেট বোর্ড। ধীরে ধীরে এখন পুরোদমে চলছে আন্তর্জাতিক সিরিজগুলো। এ বছর ২০২১ সালে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে বেশ কয়েকটি সিরিজ। যার মধ্যে ক্রিকেটাররা ব্যাটে-বলে চেষ্টা করেছেন নিজেদের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে।
তবে আজকের আলোচনাটা চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের নিয়ে। চলুন দেখে নেই কে কে আছেন সেরা পাঁচে।
- তামিম ইকবাল (বাংলাদেশ)
এই তালিকায় একমাত্র বাংলাদেশী হিসেবে আছেন ওপেনার তামিম ইকবাল। চলতি বছর এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি না খেললেও বাকি দুই ফরম্যাটের রানে শীর্ষ পাঁচে আছেন তিনি। এ বছর ২০ ইনিংসে প্রায় ৪৫ গড়ে ৮৪৭ রান করেছেন তিনি। টেস্টে ৮ ইনিংসে ৫৫ গড়ে ৪ ফিফটিতে রান করেছেন ৩৮৩। অপরদিকে, ১২ ওয়ানডেতে প্রায় ৩৯ গড়ে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেছেন ৪৬৪ রান।
- ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)
গেলো বছর ২০২০ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে অভিষিক্ত হন ডেভন কনওয়ে। ২০২১ সালে শীর্ষ রান তালিকার চতুর্থ স্থানে আছেন এই কিউই সেনসেশন। চলতি বছর ১৬ ইনিংসে ৬৪.৫০ গড়ে ৯০৩ রান করেছেন তিনি।
এই বছর ৬ টেস্টে ৩০৯ রান করেছেন তিনি। এছাড়া ৩ ওয়ানডেতে ২২৫ ও ৭ টি-টোয়েন্টি ইনিংসে রান করেছেন ২৯৯। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই চলতি বছর দেখা পেয়েছেন একটি করে সেঞ্চুরির। এছাড়া সাদা পোশাকে দুইটি, ওয়ানডে ও টি-টোয়েন্টি টি-টোয়েন্টিতে একটি করে ফিফটিও নিজের নামে করেছেন কনওয়ে।
- বাবর আজম (পাকিস্তান)
এই তালিকার তৃতীয় স্থানে আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। চলতি বছর ২৬ ইনিংসে ৪০.৪৬ গড়ে ১০৫২ রান করেছেন তিনি! ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত সময় পার করলেও টেস্টে এ বছর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
সাদা পোশাকে ৪ টেস্টে ৬ ইনিংসে ২০.৬৬ গড়ে করেছেন মোটে ১২৪ রান, আছে এক হাফ সেঞ্চুরি। ৬ ওয়ানডেতে প্রায় ৬৮ গড়ে করেছেন ১৫৮ রান। এই ফরম্যাটে করেছেন ২ সেঞ্চুরি ও এক ফিফটি। এছাড়া ১৪ টি-টোয়েন্টিতে ৩৭ গড়ে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেছেন ৫২৩ রান।
- মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
ওয়ানডেতে বাজে সময় পার করলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে উড়ন্ত ফর্মে আছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সেই সাথে চলতি বছর রান তালিকার দ্বিতীয়তে আছেন তিনি। ২৭ ইনিংসে ৫৯.৪৫ গড়ে রান করেছেন ১১৮৯! যার মধ্যে আছে ২ সেঞ্চুরি ও ৯ টি হাফ সেঞ্চুরি।
টেস্টে ৭ ইনিংসে ৫০.৫০ গড়ে ১ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৩০৩ রান করেন রিজওয়ান। ৬ ওয়ানডে ১ ফিফটিতে ২২ গড়ে করেছেন মাত্র ১৩৪ রান। এছাড়া ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ৯৪ গড়ে ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ৭৫২ রান সংগ্রহ করেছেন তিনি।
- জো রুট (ইংল্যান্ড)
২০২১ সালে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান তালিকার শীর্ষে আছেন জো রুট। ২০ ইনিংসে ৬৭.২৭ গড়ে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন ১২১১ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ম্যাচ না খেলা রুট সিংহভাগ রানই করেছেন টেস্টে।
সাদা পোশাকে ১৮ ইনিংসে ৫৯ গড়ে ১০৬৪ রান করেছেন তিনি। যার মধ্যে আছে ৪ সেঞ্চুরি ও ১ ফিফটি। এছাড়া ২ ওয়ানডেতে করেছেন ১৪৭ রান, দুই ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি।