টি-টোয়েন্টি পর্বতের চূড়া

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করাটা বেশ কঠিন। কেননা এখানে দ্রুত রান করার একটা চ্যালেঞ্জ থাকে। ব্যাটসম্যানদের অনেকসময় রিস্ক নিয়ে খেলতে হয়। তবুও বাবর আজম, বিরাট কোহলি কিংবা অ্যারোন ফিঞ্চদের মত ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি ক্রিকেটেও রান করে গিয়েছেন নিয়মিত। এই ফরম্যাটের সাথে মানিয়ে নিয়ে মারকুটে ব্যাটিং করেও ধারাবাহিকতার সাথে আপোষ করেননি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করাটা বেশ কঠিন। কেননা এখানে দ্রুত রান করার একটা চ্যালেঞ্জ থাকে। ব্যাটসম্যানদের অনেকসময় রিস্ক নিয়ে খেলতে হয়। তবুও বাবর আজম, বিরাট কোহলি কিংবা অ্যারোন ফিঞ্চদের মত ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি ক্রিকেটেও রান করে গিয়েছেন নিয়মিত। এই ফরম্যাটের সাথে মানিয়ে নিয়ে মারকুটে ব্যাটিং করেও ধারাবাহিকতার সাথে আপোষ করেননি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত তিন হাজার রান করতে পেরেছেন মাত্র তিন জন ব্যাটসম্যান। এছাড়া ২৫০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন আরো ৫ জন ব্যাটসম্যান। সবমিলিয়ে এই ফরম্যাটেও শুরু হয়ে গিয়েছে ব্যাটসম্যানদের রান করার প্রতিযোগিতা। এই তালিকায় আমরা দেখব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের।

  • পল স্টার্লিং (আয়ারল্যান্ড)

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে আছেন পল স্টার্লিং। আইরিশ এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন। এছাড়া টপ অর্ডারে আক্রমণাত্মক ক্রিকেট ও ছয় মারতে পাররা এবিলিটির কারণেও পরিচিত তিনি।

আয়ারল্যান্ডের হয়ে এখন অবধি ৯২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ৩০.৯৬ গড়ে ব্যাট করে করেছেন ২৫৭০ রান। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও আছে তাঁর ঝুলিতে। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ১৩৬.০৫ স্ট্রাইকরেটও বেশ প্রশংসনীয়।

  • অ্যারোন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার এই অধিনায়ক কিছুদিন আগেই নিজের দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উপহার দিয়েছেন। অজি এই ব্যাটসম্যান আছে আমাদের এই তালিকার চতুর্থ অবস্থানে। বিশ্বকাপে খুব একটা ভালো সময় না কাটলে পুরো টি-টোয়েন্টি ক্যারিয়ার জুড়েই নিয়মিত রান করে গেছেন ফিঞ্চ।

অজিদের হয়ে অ্যারোন ফিঞ্চ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মোট ৮৩ টি। সেখানে ৩৫.৭২ গড়ে করেছেন ২৬০৮ রান।  এই ফরম্যাটে তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট ১৪৮.০১। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ২ টি সেঞ্চুরি ও ১৫ টি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।

  • রোহিত শর্মা (ভারত)

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতে সবচেয়ে কার্যকর ক্রিকেটারদের একজন রোহিত শর্মা। এখন দেশটির অধিনায়কত্বের দায়িত্বও তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান। এই ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি। রোহিত শর্মা আছে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার হিসেবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান করা ব্যাটসম্যানদের একজন রোহিত শর্মা। ভারতের হয়ে ১১৯ টি ম্যাচ খেলেছেন এই ওপেনার। সেখানে ৩৩.৩০ গড়ে ব্যাট করে করেছেন ৩১৯৭ রান। এই ফরম্যাটে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির মালিকও তিনি। ব্যাটিং করেছেন ১৪০.২৮ স্ট্রাইকরেটে।

  • বিরাট কোহলি (ভারত)

তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যনদের একজন বিরাট কোহলি। যদিও সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে পারছেন না এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্বও ছেড়েছেন। তবুও এই ফরম্যাটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। সবচেয়ে বেশি ব্যাটিং গড় নিয়ে টি-তোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের নাম বিরাট কোহলি।

ভারতের হয়ে ৯৫ টি-টোয়েন্টি ম্যাচে কোহলির ঝুলিতে আছে ৩২২৭ রান। এই ফরম্যাটে কোন সেঞ্চুরি না করলেও আছে ২৯ টি হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড়ের দিক দিয়ে ছাড়িয়ে গিয়েছেন সবাইকে। ব্যাটিং করেছেন ৫২.০৪ গড়ে। কোহলির ব্যাটিং স্ট্রাইকরেটও প্রায় ১৪০ ছুঁই ছুঁই।

  • মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ডের এই ওপেনার টি-টোয়েন্টি ক্রিকেটের সেরাদের একজন। আক্রমণাত্মক ব্যাটিং ও ধারাবাহিকতা দুটোই বজায় রেখেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিকও এই কিউই ব্যাটসম্যান।

মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন মোট ১১২ টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে ৩২.৬৬ গড়ে ব্যাট করে তুলে নিয়েছেন ৩২৯৯ রান। এছাড়া এই ফরম্যাটে তাঁর ব্যাটিং স্ট্রাইকরেট ১৩৬.৭১। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ টি হাফ সেঞ্চুরি ও ২ টি সেঞ্চুরির মালিক তিনি। সবমিলিয়ে এই তালিকার সবার উপরে আছেন তিনিই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...