পরিকল্পনায় ছিল বিশ্বকাপের পরেই আফগানিস্তানের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তবে সেই সম্ভবনা এখন মৃতপ্রায়। তাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ কয়েক জন ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে। তাঁরা এখন এই সময়টাতে ভিনদেশী ফ্রাঞ্চাইজি লিগ খেলতে প্রস্তুত।
বিশ্বকাপের ব্যর্থতার স্মৃতি মুছে এবার সামনে এগিয়ে যাবার পালা। আগামী জুলাইয়ে পুর্নাঙ্গ সিরিজ খেলার কথা থাকলেও বৈরী আবহাওয়ার সম্ভাবনা থাকায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি বাতিল হয়েছে। বিসিবি আগেই জানিয়ে ছিল সিরিজটির তারিখ পুনঃনির্ধারিত হতে পারে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) অবশ্য প্রাথমিক শিডিউল তৈরি করেছিল, যেখানে আগামী ২৫ জুলাই থেকে ৬ অগাস্ট পর্যন্ত গ্রেটার নয়ডাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাংলাদেশ ক্রিকেট অপারেশনের ইন-চার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে ঐ সময়ে সিরিজ খেলতে প্রস্তুত নই। কেননা সেসময় গ্রেটার নয়ডাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই বোর্ডের সম্মতিতে সিরিজটির তারিখ পুনঃনির্ধারণ হওয়াতে আমরা কয়েকজন ক্রিকেটারদের এনওসি দেয়ার সিদ্ধান্ত নেই।’
এই সিরিজ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যখন ক্রিকেটাররা জানতে পারলো জুলাইয়ে এই সিরিজটি হচ্ছে না; তখন তাঁরা এনওসি’র জন্য আবেদন করা শুরু করেছে।
তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকার্সের হয়ে, তাওহীদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান ডাম্বুলা সিক্সার্সের হয়ে এবারের লঙ্কা প্রিমিয়ার লীগ মাতাবেন। তাছাড়া গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম।
অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দীন এবং রিশাদ হোসেন প্রতিনিধিত্ব করবেন মন্ট্রিয়াল টাইগার্স এবং টরোন্ট ন্যাশনালসের। অবশ্য বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেজর লীগ ক্রিকেটে লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়েও খেলার সম্ভাবনা রয়েছে।