মোহাম্মদ নবী দিলেন অভিজ্ঞতার সংজ্ঞা

বয়স কেবলই একটা সংখ্যা। বিষয়টি মোহাম্মদ নবী আরও একটিবার বোঝালেন। দুর্ধর্ষ ব্যাটিংয়ের আরও একটি অধ্যায় লিখে রাখলেন।

ওল্ড ইজ গোল্ড। বয়স কেবলই একটা সংখ্যা। বিষয়টি মোহাম্মদ নবী আরও একটিবার বোঝালেন। দুর্ধর্ষ ব্যাটিংয়ের আরও একটি অধ্যায় লিখে রাখলেন। তরুণ ফিনিশারদের জন্যেও রেখে গেলেন আরও একটি উদাহরণ। মাথায় বলের আঘাত সহ্য করেও অভিজ্ঞতার যথাযথ মঞ্চায়ন তিনি করলেন বাইশ গজে।

ইংল্যান্ডের বিপক্ষে ইব্রাহিম জাদরান রেকর্ড গড়া সেঞ্চুরি করলেন। প্রাথমিক ধাক্কা সামলে দলগত ইনিংসটিকে বড় করলেন তিনি। এরপর প্রয়োজন ছিল একটা ‘প্রোপার ফিনিশিং’। সেই ফিনিশিং টাচটা  নবী দিলেন রীতিমত একটা ঝড় তুলে।

মাত্র ২৪ বলে ৪০টি মহাগুরুত্বপূর্ণ রান তিনি যুক্ত করেছেন। ১৬৬ এর বেশি স্ট্রাইকরেটে অসাধরণ দক্ষতার পরিচয় দিলেন। তিনটি বিশাল ছক্কা হাঁকানোর পাশাপাশি, দুইটি চারের মারও এসেছে তার ব্যাট থেকে। আফগানদের ৩২৫ রানের বেশ বড়সড় সংগ্রহের ভীতটা গড়ে দিয়েছেন ইব্রাহিম জাদরান। সেই ভীতির উপর দাঁড়িয়ে নবী শুনিয়ে গেলেন অভিজ্ঞতার জয়গান।

কাগজে-কলমে বয়সটা তার এখন ৪০ এর ঘরে। তবুও ক্লান্তির যেন বিন্দুমাত্র ছাপ নেই তার। তার প্রচণ্ড ইচ্ছে ছেলের সাথে ওয়ানডে ক্রিকেট খেলা। সেই ইচ্ছেটাকে তিনি স্তিমিত হতে দিচ্ছেন না। বাঁচিয়ে রাখছেন, তার ব্যাট দিয়ে যাচ্ছে সেই আকাঙ্ক্ষার জ্বালানি।

এই বয়সে এসে যেখানে অধিকাংশ ক্রিকেটারই নিজেদের গুটিয়ে নেন, তুলে রাখেন ব্যাট-প্যাড, সেই বয়সেও আফগানিস্তান দলটার অন্যতম ভরসার স্তম্ভ হয়ে টিকে রয়েছেন তিনি। দলের বোঝা নয়, বরং অন্যতম বড় শক্তি হয়েই টিকে আছেন।

স্রেফ অভিজ্ঞতার জোরে আফগান দলে থাকতে নারাজ নবী। তাইতো এই বয়সে পারফরম করাতেই তার সমস্ত মনোযোগ। নিজের আর যতটুকু সময় হাতে আছে, সেটুকুই কাজে লাগাতে চাইছেন। অপেক্ষায় আছেন ছেলে হাসান ইসাখিলের জন্যে। একদিন নবীর ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে।

Share via
Copy link