বাংলাদেশ দল নির্বাচনের নাঈম ‘সিন্ড্রোম’

এশিয়া কাপের দল গঠন নিয়ে যখন শেষ মুহূর্তের আলোচনা চলছে, ওপেনার জায়গায় আবারও সামনে এল নাঈম শেখের নাম। ব্যাক আপ ওপেনার হিসেবে নাকি তাঁকেই এই মুহূর্তে পছন্দ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। এর অর্থ হল, সৌম্য সরকারের কপাল পুড়বে আরেকবার।

এশিয়া কাপের দল গঠন নিয়ে যখন শেষ মুহূর্তের আলোচনা চলছে, ওপেনার জায়গায় আবারও সামনে এল নাঈম শেখের নাম। ব্যাক আপ ওপেনার হিসেবে নাকি তাঁকেই এই মুহূর্তে পছন্দ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। এর অর্থ হল, সৌম্য সরকারের কপাল পুড়বে আরেকবার।

এশিয়া কাপকে সামনে রেখে লিটন দাস নিজের মতো করে একটি দল গড়তে চাইছেন। সেখানে ঠাই নেই সৌম্য সরকারের। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট বিকল্প ওপেনার হিসেবে নাঈম শেখকেও ১৫ জনের দলে রাখতে চায়।

আপাতত নির্বাচকরাও তাতে আপত্তি করেননি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—ফর্মহীন নাঈম কি জায়গাটার জন্য যোগ্য? শ্রীলঙ্কা সফর কিংবা পাকিস্তানের বিপক্ষে সিরিজ – কোনোটাতেই রানে ছিলেন না নাঈম শেখ। এমনকি ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েও টানা ব্যর্থ।

টি-টোয়েন্টি অ্যাপ্রোচ নিয়ে উঠছে প্রশ্ন উঠছে হরহামেশাই। নাঈমের চেয়ে বরং সেখানে জিসান আলম বেশি আলো ছড়িয়েছেন অস্ট্রেলিয়ায়। তারপরও নাকি নাঈমকে বাদ দেওয়ার জন্য কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি বাংলাদেশ দল।

মজার ব্যাপার হল সৌম্য সরকারকে বাদ দেওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণও ছিল না বাংলাদেশের নির্বাচক প্যানেলের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি একাদশে ছিলেন। টি-টোয়েন্টিতে ৪৩ ও ওয়ানডেতে ৭৩ রানের একটা করে ইনিংসও খেলেন।

মাঝে আরব আমিরাত ও পাকিস্তান সফরে দলে থাকলেও একাদশে ছিলেন না। কিন্তু, হঠাৎ করেই দল থেকে জায়গা হারান শ্রীলঙ্কা সফর ও দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেতে পারতেন সৌম্য সরকার। সেটাও এখন পাবেন কি না সন্দেহ!

এমনিতে টি-টোয়েন্টি বা রঙিন পোশাকে বাংলাদেশের ‍দুই ওপেনারের নাম চূড়ান্ত। তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ওপরই এখন নিয়মিত ভরসা রাখবে বাংলাদেশ। কিন্তু, চলতি বছরের এশিয়া কাপের আগে এখানে এখন মোক্ষম একজন ব্যাক-আপ থাকাও জরুরী।

সেখানে নাঈম শেখকে দিয়ে চেষ্টা করা হলেও – বাস্তবতা হল তাঁকে দিয়ে হচ্ছে না, তাঁকে দিয়ে হবে না। বরং সৌম্য সরকারেই আবারও ফিরে যেতে হবে বাংলাদেশকে। কিন্তু, কোনো এক অদ্ভুত কারণে বারবার নাঈম শেখের দিকেই ছুটছে বাংলাদেশ। বরাবরের মত সেই কারণ এবারও অজানা!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link