শেষ বেলায় তারকা এনে জোড়াতালির শেষ চেষ্টা বিপিএলের!

বিপিএলের প্রতি আসরের শুরুতেই বলা হয় আসবে বিশাল পরিবর্তন, বদলাবে খেলার মান। কিন্তু কোন এক অদৃশ্য কারনে আসি আসি করেও এই পরিবর্তন আর আসে না। বরং প্রতিনিয়তই বিপিএলে নামতে থাকে আরও এক ধাপ নিচে।

বাতাসে ভাসছে খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন খোদ গ্লেন ম্যাক্সওয়েল, খেলবেন ফরচুন বরিশালে। এসএ টি-টোয়েন্টির ফাঁকেই দুই ম্যাচের জন্য আসতে পারেন দক্ষিণ আফ্রিকান দানব হেনরিখ ক্লাসেনও।

এখানেই শেষ নয়, আরও কয়েজনের নাম শোনা যাচ্ছে জোরোসোরেই। ডেভিড ওয়ার্নার, সুনীল নারাইন, টিভ ডেভিডদের মত ফ্রাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়ানো তারকাদের দেখা যেতে পারে বিপিএলের শেষ ভাগে! বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে যদিও এটা উচ্চাকাঙ্খা ছাড়া বেশি কিছু বলে মনে হচ্ছে না। তবে দলগুলো যেহেতু রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল তাই একটু আশা, শেষটা যদি রাঙানো যায় এই জোড়া তালি দেওয়া বিপিএলে।

বিপিএলের প্রতি আসরের শুরুতেই বলা হয় আসবে বিশাল পরিবর্তন, বদলাবে খেলার মান। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আসি আসি করেও এই পরিবর্তন আর আসে না। বরং প্রতিনিয়তই বিপিএলে নামতে থাকে আরও এক ধাপ নিচে।

এই বিপিএলেও তার ব্যতিক্রম হয়নি। এবারও ছিল পরিবর্তনের অনেক গালগপ্প। যদিও তার ছিটেফোঁটাও এখন অবধি ছিল না এক গ্র্যান্ড ওপেনিং কনসার্টটা বাদে। যদিও এত নাই নাই এর মাঝে-ও আছেন টিকেট কিনে খেলা দেখা উৎসুক দর্শক।

সুতরাং তাদের কথা চিন্তা করলে, বড্ড পয়সা লসেরই এক বিপিএল হচ্ছে। এখন অবধি নানা বির্তক, অনিয়মের বিপিএল বেশ ম্যারেমেরে। মানহীন ভিনদেশী খেলোয়াড়, বেতন ভাতার সমস্যা নিয়ে ফ্রাঞ্চাইজি লিগটা চাহিদা হারিয়েছে অনেক বিদেশি খেলোয়াড়দের কাছেও। শাহিন শাহ আফ্রিদি, কাইল মার্য়াস, অ্যালেক্স হেলস, জেসন রয়দের মত নামি কিছু খেলোয়াড় এলেও তারা ফিরে গেছেন অনেক আগেই।

এতকিছুর পরেও শেষ মূহুর্তে যদি ওয়ার্নার, নারাইনরা আসেন তবে আর যাই হোক শেষটা অন্তত ভালো হতে পারে বিপিএলের। এই হ-য-ব-র-ল বিপিএলেও বেশ সুন্দর পরিকল্পনা করেই আগাচ্ছে দুই দল রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল।

টিভ ডেভিডকে ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে রংপুর। নাম প্রকাশে অনিচ্ছুক রংপুরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন – টিম ডেভিড আসছেন, আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়েচ্ছে নারাইন ও ওয়ার্নারের সাথে।

তবে তারা কখন আসবেন, এটি নির্ভর করবে বিগব্যাশ এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টির) উপরে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওয়ার্নার কোয়ালিফায়ার থেকেই ফেলবেন। তবে রংপুর ফাইনালে উঠলেই কেবল আসবেন নারাইন। কেননা আইএল টি-টোয়েন্টিতে নারাইনের দল প্লে-অফে উঠে গেলে তার আসার চান্স ফিকে হয়ে যাবে।

সেক্ষেত্রে বরিশালও শেষ মুহূর্তে পাবে না মার্য়াসকেও। তাই তারাও খুজছেন অন্য মুখ। অ্যাডাম মিলনের মত বড় তারকা পেসার আনতে পারেন তারাও। সেক্ষেত্রে তাদেরও অপেক্ষা আবার করতে হবে সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ শেষ হওয়ার জন্য। সাথে যোগ হতে পারেন গ্লেন ম্যাক্সওয়েলও। বিগ ব্যাশ শেষ, ফলে তাঁর আসায় কোনো বাঁধাও নেই।

এভাবেই টেনেটুনে জোড়াতালি দিয়েই শেষটা হয়ত রাঙাতে চাইছে রঙ হারিয়ে ফেলা বিপিএল। তবুও তারা আসুক, মন্দের ভালোই না হয় হয়েই শেষ হক বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগের এবারের আসর।

Share via
Copy link