ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারার পরে এমনিতেই অস্বস্তিতে আছে পাকিস্তান; দলটির এশিয়া কাপের ফাইনাল খেলা নিয়েও শঙ্কা জেগেছে। এসবের সাথে এবার পাওয়া গেলো আরেক দু:সংবাদ, ইনফর্ম পেসার নাসিম শাহ ছিটকে গিয়েছেন মহাদেশীয় টুর্নামেন্ট থেকে। আসরের বাকি অংশ এই তরুণকে মাঠের বাইরে থেকেই দেখতে হবে।
আগেই অবশ্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল নাসিম শাহকে। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছিল ব্যাকআপ পেসারদের। চোটের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাসিমের বদলি হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে আরেক তরুণ জামান খানকে; ইতোমধ্যে শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা জামান খান অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নন। ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি; যেখানে তাঁর অর্জন চার উইকেট। বোলিং ইকোনমিও আশা জাগানিয়া, সাড়ে ছয়ের একটু বেশি।
ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের পেসাররা মোটেই ভাল করতে পারেনি। আর সেই ম্যাচেই একসাথেই ইনজুরিতে পড়েন হারিস রউফ এবং নাসিম শাহ; ব্যাটিংয়েও নামতে পারেননি তাঁরা কেউই। পরবর্তীতে জানা যায়, ডান কাঁধে আঘাত পেয়েছিলেন নাসিম এবং রউফের মাংসপেশিতে অস্বস্তি রয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গিয়েছেন এই দুই পেসার। কিন্তু এখন ফাইনালে গেলেও নাসিম শাহকে পাবে না বাবর আজমের দল; সংশয় রয়েছে রউফকে নিয়েও। টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ সময়ে ইনফর্ম দুই পেসারকে হারানো মানসিকভাবে পিছিয়ে দিবে পাকিস্তানকে।
চলতি আসরের সেরা বোলারদের তালিকায় উপরের দিকেই ছিলেন নাসিম শাহ, হারিস রউফরা। রউফ এখন পর্যন্ত শিকার করেছেন নয় উইকেট, এবং নাসিমের ঝুলিতে আছে সাতটি। শাহীন শাহ আফ্রিদির সঙ্গে মিলে গড়ে তুলেছিলেন পেস ত্রয়ী। অথচ ফাইনালে ওঠার লড়াইয়ে এই ত্রয়ীকেই পাচ্ছে না পাকিস্তান; তাঁদের ছাড়াই লড়তে হবে লঙ্কানদের বিপক্ষে।
শুধু তাই নয়, সামনেই বিশ্বকাপের মত মেগা টুর্নামেন্ট। ইনজুরি থেকে সেরে উঠলেও পুরোদমে খেলায় ফিরতে পারবেন কি না নাসিম, রউফরা – সেটাও এখন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা বড় মঞ্চে বড় কিছু করতে এই পেসারদের বড্ড প্রয়োজন পাকিস্তানের।