বিরাটকে খোঁচা দিয়েই চলেছেন নাভিন

দ্বন্দ্বটা মূলত ছিল গৌতম গম্ভীর ও বিরাট কোহলির। এক দশক ধরে বয়ে চলে বিবাদকে এবারের আইপিএলে আরো নতুন মাত্রা দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী এক দুই ক্রিকেটার। তবে বিরাট গম্ভীর দ্বন্দ্বে এবার নতুন করে জড়িয়েছেন আফগান পেসার নাভিন উল হক।

প্রতিপক্ষের বিরাট কোহলির অতি উদযাপনকে মেনে মিতে পারেননি তিনি। বিরাটের সাথে জড়িয়ে পড়েন বিবাদে। তাই আফগান এই তরুণ পেসারও এখন নতুন করে আলোচনায় বিরাট- গম্ভীর ইস্যুতে।

আইপিএলের লখনৌ বনাম ব্যাঙ্গালুরুর ম্যাচের পর বেশ কয়েকদিন পেড়িয়ে গেছে। কিন্তু এখনো ক্রিকেট পাড়ায় আলোচনা সেই বিরাট- গম্ভীরের দ্বন্দ্ব নিয়ে। সেই ম্যাচে লখনৌর ব্যাটিং ইনিংসে প্রতিটি উইকেট পতনের পরই বিরাট কোহলির অতি উদযাপন চোখে পড়ছিল সবার। তবে অন্য সবার মত চুপ করে থাকেননি নাভিন। বিরাটের সাথে জড়ান তর্ক যুদ্ধে।

বয়সে তরুণ হলেও কথার লড়াইয়ে প্রজন্মের সেরা তারকা বিরাটের সাথে কথার লড়াইয়ে এক বিন্দুও ছাড় দেননি নাভিন। সমানে সমানে লড়তে চেয়েছেন মাঠের বাক যুদ্ধে। নাভিনের এই আগ্রাসী মনোভাব বেশ আলোচিতও হয়েছে গত কয়েকদিন ধরে। তবে ম্যাচ ফির ৫০% জরিমানাও গুণতে হয়েছে তাকে বিরাটের সাথে বিবাদে জড়ানোয়।

তবে নাভিন যে তা নিয়ে একটুও বিচলিত নন তা বোঝা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কর্মকান্ডে। লখনৌ দলে তাঁর মেন্টর গৌতম গম্ভীরের সাথে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে নাভিন লেখেন, ‘মানুষকে ঠিক তেমন ভাবে মূল্যায়ন করো যেভাবে তুমি মূল্যায়িত হতে চাও। মানুষের সাথে ঠিক তেমন ভাবেই কথা বলো, যেমনটা তুমি চাও যে মানুষ তোমার সাথে সেভাবে কথা বলুক।’

শিষ্যের এই ক্যাপশনে খুশি হয়েছেন ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী গম্ভীর। নাভিনের পোস্টের কমেন্টে গম্ভীর লেখেন, ‘যেমন আছো তেমনটাই থাকো৷ কখনোই নিজেকে বদলাবে না।’

নাভিনের এই ক্যাপশন যে ঘুরিয়ে পেঁচিয়ে বিরাটকে উদ্দেশ্য করেই দেয়া হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যারিয়ারের শুরু থেকেই মাঠের খেলায় ও নিজের আচরণে আগ্রাসী বিরাটকেই দেখা গেছে সব সময়।

তবে, বিরাট প্রতিপক্ষের কারো থেকে আগ্রাসন ফেরত পেয়েছেন তেমন ঘটনা খুব বেশি নেই। সে কারণেই কিনা নাভিনের অমন তেড়ে আসায় কিছুটা ভরকেই গিয়েছিলেন বিরাট।

তবে আফগান এই তরুণের আগ্রাসী মনোভাবে যে তাঁর দল খুব খুশি তা বোঝা গেল গম্ভীরের মন্তব্যেই। তাই বিরাট-গম্ভীর দ্বন্দ্বের পাশাপাশি বিরাট-নাভিন দ্বন্দ্বটাও অনেকটা আলোচনার খোড়াক হয়ে উঠছে। আইপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট আর নাভিনের কখনো দেখা হলে তাই দুইজন কিভাবে ব্যবহার করেন একে অপরের সাথে সেটিই হবে দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link