তিন জীবনের এক বিজয়ী নাওয়াজ

তার দলের এই জয়ে নওয়াজের যতটা না কৃতীত্ব, তার থেকেও বেশি প্রশংসার দাবিদার ইসলামাবাদের ফিল্ডাররা।

‘কমেডি অব ইরোর’। একই ওভারে তিনবার বেঁচে গেলেন হাসান নওয়াজ। ম্যাচটা যেন যেচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হাতে তুলে দিল ইসলামাবাদ ইউনাইটেড। শেষ ওভারের তারা এক নওয়াজের ক্যাচ ছেড়েছেন তিনবার। তাতে যা হওয়ার হয়েছে তাই। ম্যাচ জিতেছে কোয়েট্টা। যদিও এতে নওয়াজের এক দায়িত্বশীল সংগ্রামী ইনিংসে মিথ্যে হয়ে যায় না।

হাসান নওয়াজ, পাকিস্তানের নতুন দিনের কাণ্ডারি ভাবা হচ্ছে তাকে। ব্যাট হাতে ভীষণ ভার্সেটাইল একজন ব্যাটার। এমনকি পাকিস্তানের ইমরান নাজির তো তার প্রশংসায় পঞ্চমুখ। তাকে নিজের সময়ে ফিরিয়ে নিয়ে যান নওয়াজ। পাকিস্তানের হয়েও অভিষেক হয়েছে নওয়াজের।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের অভিষেক সিরিজেই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন। পাকিস্তানের জার্সিতে ইনিংস উদ্বোধন করলেও তিনি কোয়েট্টার হয়ে খেলছেন মিডল অর্ডারে। তবুও পারফরমেন্সে ঘাটতি নেই তার। ১৫৮ রানের টার্গেটে একটা প্রান্ত থেকে উইকেট পতনের মিছিল হয়েছে কোয়েট্টার ব্যাটিং অর্ডারে। আরেকটা প্রান্ত আগলে ছিলেন নওয়াজ।

শেষ ওভারে জয়ের জন্যে কোয়েট্টার প্রয়োজোন ১৫ রান। সেই ওভারের প্রথম বলেই বাউন্ডারির আশায় ক্যাচ তুলে দিলেন হাসান নওয়াজ। কিন্তু মোহাম্মদ শেহজাদ ফেলে দিলেন সেই ক্যাচ। বেঁচে গেলেন নওয়াজ। এরপর দ্বিতীয় বলে আবার হাওয়ায় উঠল বল, শর্ট থার্ডম্যানে আরেক দফা ক্যাচ মিস। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে রানের সমীকরণ সহনীয় করলেন নওয়াজ।

চতুর্থ বলে আবারও উঠল ক্যাচ, এবার উইকেটরক্ষক আন্দ্রেস গাউসের সাথে সালমান ইরশাদও গেলেন বল লুফে নিতে। দুই জনের মধ্যে সংঘর্ষ বাঁধে, নিশ্চিত ক্যাচের বল মাটিতে লুটোপুটি খেয়েছে। পথিমধ্যে অবশ্য নওয়াজের অর্ধশত রান হয়ে গেছে।

তবে দলকে তো জেতাতে হবে! এবার আর ভুল করলেন না নওয়াজ। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেন ডানহাতি এই ব্যাটার। তবে তার দলের এই জয়ে নওয়াজের যতটা না কৃতীত্ব, তার থেকেও বেশি প্রশংসার দাবিদার ইসলামাবাদের ফিল্ডাররা। তাছাড়া ভাগ্যও যে নওয়াজের প্রতি হয়েছিল সুপ্রসন্ন। ভাগ্য তার সাথেই আছে। এখন স্রেফ দুর্বার গতিতে নওয়াজের ছুটে চলার পালা।

Share via
Copy link