অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিলো নেপাল; না, আন্তর্জাতিক ক্রিকেটের সূচি হাতড়ে অস্ট্রেলিয়া বনাম নেপাল ম্যাচ খুঁজে বের করতে হবে না। এমন অঘটন ঘটেছে হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টে। এগারো রানে ক্রিকেটের পরাশক্তি অজিদের হারিয়ে আনন্দে ভেসেছে নেপাল।
আগে ব্যাট করতে নেমে এশিয়ান প্রতিনিধিরা উড়ন্ত সূচনা পেয়েছিল, দুই ওপেনার লোকেশ বাম এবং সুন্দীপ জরার ব্যাটে ভর করে উল্কার বেগে ছুটতে শুরু করেছিল তাঁরা। ১৩ বলে ৩৩ রান করেছিলেন লোকেশ, সমান তিনটি করে চার এবং ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তবে তিনি আসলে সহকারীর ভূমিকায় ছিলেন।
ঝড় তোলার কাজটা মূলত করেছেন আরেক ওপেনার সুন্দীপ, স্রেফ ১৬ বলে ৫১ রান করেছেন তিনি। পাঁচটা চার এবং চারটা ছয়ে সাজানো ইনিংসটিতে তাঁর স্ট্রাইক রেট প্রায় ৩২০! অবশ্য তাঁকে আউট করতে পারেনি অজি বোলাররা, টুর্নামেন্টের নিয়মানুযায়ী হাফ-সেঞ্চুরির পর তাঁকে বাধ্যতামূলক অবসর নিতে হয়।
শেষমেশ ১১১ রানে থামে নেপালের ইনিংস, জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই হারিয়েছিল স্যাম হিয়াজলেটের উইকেট। কিন্তু জ্যাক উড একপ্রান্ত আগলে আশা বাঁচিয়ে রাখেন, ১৬ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংসে বাকিদের কাজটাও সহজ করে দিয়েছিলেন তিনি।
কিন্তু সহজ কাজ করতে পারলেন না বাকি ব্যাটাররা। অভিজ্ঞ ড্যান ক্রিস্টিয়ান, অ্যালেক্স রস প্রতীষ জিসির বল বুঝতেই পারেননি। এই পেসার একাই নাচিয়ে ছেড়েছেন শক্তিশালী ব্যাটিং লাইনআপ।
দুই ওভার হাত ঘুরিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন তিনি, সেটাও আবার মাত্র ২৪ রানের বিনিময়ে। তাতেই মূলত পথ হারিয়েছে অস্ট্রেলিয়া, উডের অতিমানবীয় ব্যাটিংয়ের পরেও তাঁদের থামতে হয়েছে ১০০ রানে। ফলতঃ ক্রিকেট উন্মাদ জাতিকে একটা দারুণ স্মৃতি উপহার দিতে পেরেছে নেপাল।