Social Media

Light
Dark

নতুন টুর্নামেন্ট, নতুন কোচ, নতুন স্বপ্ন

আবারো জাতীয় দলে নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পর নতুন করে জাতীয় দলের দায়িত্ব নিতে অস্কার ব্রুজোন অপারগতা প্রকাশ করায় নতুন কোচ নিয়োগ দিতে হলো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে। নতুন কাউকে নিয়োগ না দিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টের জন্য আবাহনীর কোচ মারিও লেমোসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সে হিসেবে এক মাসের মধ্যে দুজন কোচ পেল জামাল ভূইঁয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসে। জেমি ডে’কে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজোনের হাতে। খন্ডকালীন দায়িত্ব নিয়ে সাফ শেষ করেছেন বসুন্ধরা কিংসের এই স্প্যানিশ কোচ। সামনে শ্রীলঙ্কায় আরেকটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। চারজাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের ডাগ আউটে আবারও পরিবর্তন আসছে।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি কাজী নাবিল আহমেদ নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। নভেম্বরে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে আমন্ত্রনমূলক প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকশে ট্রফি। গত কয়েক মৌসুম ধরে আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব সামলানো এই পর্তুগিজকে এই একটি প্রতিযোগিতার জন্যই আবারো খন্ডকালীন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ইংলিশ কোচ জেমি ডে’কে ছুটিতে পাঠিয়েছে বাফুফে। তার জায়গায় সাফ চ্যাম্পিয়নশীপে দলের দায়িত্ব দেওয়া হয় ব্রুজোনকে। মালদ্বীপের প্রতিযোগিতায় ফাইনাল খেলতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স এ খুশি হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। যদিও ব্রæজোন বসুন্ধরা কিংসের হয়ে কাজ করছেন, তাই চুক্তি অনুযায়ী সাফ শেষে দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবে ফিরে গিয়েছেন।

এখন নতুন করে শ্রীলঙ্কার প্রতিযোগিতায় দায়িত্ব তুলে দেওয়া হলো ৩৫ বছর বয়সী তরুন লেমসের হাতে। পর্তুগিজ কোচ লেমস আগেও জাতীয় দলের ফিটনেস কোচ হিসেবে দায়িত্বে ছিলেন। আর এবার প্রথমবারের মতো হেড কোচ হিসেবে নতুন দায়িত্বে থাকবেন। লেমোসের নিয়োগ দেওয়া নিয়ে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘জাতীয় দলের বিভিন্ন প্রতিযোগিতায় ক্লাবগুলোর কোচ দেওয়া হচ্ছে নতুন ধারা তৈরি করতে। সে হিসেবে লেমসকে এবার শ্রীলঙ্কায় চারজাতি প্রতিযাগিতায় কোচ করা হয়েছে। আশা করি এই আসরে বাংলাদেশ ভাল করবে’।

এই লেমোস আবাহনীকে এএফসি কাপে জোনাল সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ভালমানের দল গড়তে না পারায় এখন আর সেভাবে সাফল্য পাচ্ছে না ধানমন্ডির জায়ান্টরা। আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই পরিবারের সঙ্গে দক্ষিণ কোরিয়া থেকে লেমস ঢাকায় চলে আসার কথা রয়েছে। অন্যদিকে এএফসি বাছাইপর্বের টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-২৩ দলে মারুফুল হক কাজ করছেন।

আর এবার নভেম্বরে লংকায় চারজাতি টুর্নামেন্টের জন্য কোচ করা হয়েছে আবাহনীর লেমসকে। এর আগে সাফ ফুটবল টুর্নামেন্ট শুরুর মাত্র ১৪দিন আগে কোচ বদল করেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। জেমি ডে’তে সরিয়ে দুই মাসের জন্য দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজোনের হাতে। দক্ষিন এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল দিয়ে মিশন শুরু হয় বসুন্ধরা কিংসের এই কোচের।

তবে, দীর্ঘ সময়ের জন্য নয়, দুই মাসের জন্য জামাল ভুইয়াদের কোচ হবার বিষয়টি নিশ্চিত করা হলেও এক মাস পরই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আর এই সময়ে জেমি ডে’কে বাদ দেওয়া হয়নি বরং অব্যহতি দেওয়ার কথা বলা হয়েছে বাফুফে থেকে। কিন্তু কোচ হিসেবে ব্রুজোনের নিয়োগের পর বাফুফে সভাপতি খোলখুলিভাবে সমালোচনা করেছেন ইংলিশ কোচের। এবার নতুন টুর্নামেন্টে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ।

বিশেষ করে দল নিয়ে অতিমাত্রায় পরীক্ষা নিরিক্ষিা আর বাংলাদেশী বংশোদ্ভুত বিদেশী খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে নাখোশ ছিলেন। সে কারণে অনেকটা হঠাৎ করেই জেম ডে’কে অব্যহতি দেওয়া হয়। যদিও ২০২২ সালের আগষ্ট পর্যন্ত চুক্তি রয়েছে বাফুফের সঙ্গে। এদিকে কোন আলোচনা করেই নতুন কোচ নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে নাখোশ হয়েছিলেন জেমি। বাফুফের কোচ বদলের সিদ্বান্তকে অপশোদারী হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

পাশাপাশি এ বছর পর জাতীয় দলের ম্যানেজার হিসেবে ফিরিয়ে ফিরিয়ে আনা হয় সত্যজিত দাস রুপুকে। এর আগে সাফল্যই অস্কারকে সুযোগ করে দিয়েছিল। ২০১৮ সালে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাফল্যের মধ্যে ভাসছেন অস্ক্রার ব্রæজোন। সর্বশেষ জিতেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।

শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে খেলার পরই জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন এই স্প্যানিয়ার্ড। কোচ বদলের এই আলোচনাটা চলছিল অনেকদিন থেকেই। এই অবস্থার মধ্যেই জেমি ডে’র সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। কিন্তু সর্বশেষ কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স করায় জেমিকে সরিয়ে দেওয়ার বড় কারণ বলে মনে করা হচ্ছে।

আর সেখানেই ঘরোয়া ফুটবলে নিয়মিত সাফল্য পাওয়া ব্রুজোনের লাল সবুজ জাতীয় দলের কোচ হওয়ার দরজাটা খুলে যায়। ২০১৮ সালের আগস্টে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেওয়ার পর ব্রæজোন দু’টি প্রিমিয়ার লিগ, দু’টি স্বাধীনতা কাপ ও একটি ফেডারেশন কাপ জিতেছেন। এছাড়া জাতীয় দলে বসুন্ধরার খেলোয়াড়ের সংখ্যা বেশি হওয়াটাও ব্রুজোনের জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পেছনে ভুমিকা রেখেছে।

এদিকে বাংলাদেশের ফুটবল ইতিহাস বলছে, সাফ ফুটবল আসলেই কোচ বদল করা শুরু হয়। বাংলাদেশের জন্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ অনেক বড় টুর্নামেন্ট। কারণ এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে খেলার চিন্তা করাটাও আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা। কিন্তু ২০০৩ সালে প্রথম ও একমাত্র হিসেবে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এর পরের আসর আসরগুলো কেটে যাচ্ছে চরম হতাশার মধ্যে। সে কারণে বারবারই সাফল্যের আশায় কোচ নিয়োগ দেওয়া হয়।

এবারো সাফ ফুটবল শুরুর দুই সপ্তাহ আগে নতুন কোচের হাতে জাতীয় দলকে তুলে দেওয়া হয়েছে। ২০১৩ সালের সাফে সুনীল ছেত্রীর শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হয়ে বাংলাদেশ শিরোপা হারিয়েছিল। এরপর এএফসি চ্যালেঞ্জ কাপে স্বাগতিকদের ২-০ আর নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানোর পর আরেকটি সাফের আগে নেদারল্যান্ডের লোডউইক ডি ক্রুইফকে বরখাস্ত করা হয়।

কেরালার অনুষ্ঠিত ২০১৫ সাফের দুই মাস আগে বরখাস্ত করা হয় এই ডাচ কোচকে। এরপর বাফুফে অনেকটা হুট করে ইতালিয়ান ফাবিও লোপেজকে নিয়োগ দিলেও সাফ শুরুর সপ্তাহ দুয়েক আগে তারও বিদায় নিতে হয়। দেশী মারুফুল হককে দায়িত্ব দেওয়ার পর ভরাডুবির কারণে তাকেও সরিয়ে দেওয়া হয়। ২০১৮ সাফের আগে অ্যান্ড্রু অর্ড এবারের জেমি’র মতোই দল সাজাচ্ছিলেন। জহুরির চোখে তরুণ ফুটবলার তুলে আনার কাজটিও করছিলেন ভালভাবে।

নেপালে অনূর্ধ্ব-১৮ সাফে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ভারতকে ৪-৩ গোলে হারানোর মাস্টারমাইন্ডও ধরা হয়েছিল অর্ডকে। ওই আসরে সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ের হিসাবে শিরোপা জেতা হয়নি বাংলাদেশ দলের। বিদায় নিতে হয় অর্ডকে। এবার যেহেতু মাত্র দুই মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ব্রুজোনকে। তাই বরখাস্ত হওয়ার মতো বিষয় এখানে ঘটবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link