মেসিকে সমর্থন দিতে সুয়ারেজকে ডাকলেন নেইমার

অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়া থেকে শুরু। এরপর সেই ঘটনার জল অনেকদূর গড়িয়েছে। ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছিলেন মেসি। মেসির শাস্তি কমিয়ে অনুশীলনে যোগ দেবার অনুমতিও দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। তবে মেসিকে ক্ষমা করতে পারেননি পিএসজি সমর্থকরা।

একে তো মেসিকে ক্ষমা করায় বেশ চটেছেন তারা ৷ এবার মাঠেও মেসিকে দুয়ো দিয়ে যাচ্ছেন সমান তালে। গতকাল অ্যাজাকসিওর বিপক্ষে পিএসজির ৫-০ গোলে জেতা ম্যাচে মেসি যতবার পায়ে বল পেয়েছেন ততবারই তাকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকরা।

বন্ধুর এমন কঠিন সময় মাঠে বসেই দেখছিলেন নেইমার। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও গ্যালারিতে বসে মেসিকে সমর্থন যুগিয়ে গেছেন নেইমার। বন্ধুর এমন দুঃসময়ে ভিডিও কলে যুক্ত করেছেন তাদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও।

মেসি যখন দর্শকদের দুয়ো শুনে মাঠে খেলছেন তখন নিজেদের মাঝে ভিডিও কলে কথা বলেছেন সুয়ারেজ ও নেইমার। পরে নিজেদের কথোপকথনের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নেইমার। সেটার শিরোনামে লিখেছেন, ‘একসাথে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি’।

পরে সেই ছবিতে সুয়ারেজ মন্তব্য করেন, ‘আমি সব সময় গ্রেটদের সম্মান করি।’ ইতিহাসের অন্যতম সেরা তারকাকে দুয়ো দেয়ায় পিএসজি সমর্থকদের এক প্রকার খোঁচাই দিয়েছেন সুয়ারেজ। মনে করিয়ে দিয়েছেন, তারা যাকে দুয়ো দিচ্ছে সেই মেসি সর্বকালের অন্য সেরা ফুটবলার।

মেসি, নেইমার, সুয়ারেজের বন্ধুত্বের কথা অজানা নয় কারোই। বার্সেলোনায় থাকাকালীন তাদের বিখ্যাত এমএসএন ত্রয়ী পুরো ফুটবল বিশ্বে রাজত্ব করেছে। মাঠ এবং মাঠের বাইরে তাদের রসায়ন মুগ্ধ করেছে পুরো ফুটবল বিশ্বকেই। তিন ফুটবলার এখন আলাদা ক্লাবে খেললেও তাদের বন্ধুত্বে যে চির ধরেনি তা বোঝা গেল এই ঘটনার। বন্ধু মেসির খারাপ সময়ে বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছেন নেইমার ও সুয়ারেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link