বার্সায় ফিরছেন নেইমার!

নেইমারের বার্সা অধ্যায় শেষ হয়েছে সেই ২০১৭ সালে। কিন্তু এর পর থেকে প্রতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো আসতেই যেন নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন ওঠে তীব্রভাবে। এবারও তার ব্যতিক্রম নয়। ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলারের পিএসজি ছেড়ে এবার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন উঠেছে জোরেশোরে।

নেইমারের বার্সা অধ্যায় শেষ হয়েছে সেই ২০১৭ সালে। কিন্তু এর পর থেকে প্রতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো আসতেই যেন নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন ওঠে তীব্রভাবে। এবারও তার ব্যতিক্রম নয়। ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলারের পিএসজি ছেড়ে এবার বার্সায় প্রত্যাবর্তনের গুঞ্জন উঠেছে জোরেশোরে।

মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছেন — এই খবরটা সবার আগে দিয়েছিলেন কাতারের সাংবাদিক শেখ মাবখৌত আল-মারি। কাকতালীয়ভাবে, নেইমার যে বার্সায় যাচ্ছেন, এ খবরটিও এবার সবার আগে সামনে এনেছেন এই সাংবাদিক। অবশ্য নেইমার-পিএসজির সম্পর্ক ছাড়াও নেইমার সাম্প্রতিক সময়ের বেশ কিছু কর্মকাণ্ড কিছুটা ইঙ্গিতই দিচ্ছে বটে।

প্রথমত, ২০২৪ সাল পর্যন্ত পিএসজির সাথে নেইমারের চুক্তি থাকলেও ভাল প্রস্তাব সাপেক্ষে এ মৌসুমেই তাঁকে ছেড়ে দিতে যাচ্ছে এ ক্লাব। তাছাড়া,  নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পিএসজির নামও মুছে দিয়েছেন নেইমার।

কাতারের সাংবাদিক শেখ মাবখৌত আল-মারি জানাচ্ছেন, অতি সাম্প্রতিক সময়ে নেইমার ও তাঁর বাবাকে ইবিজায় এমন একজনের সাথে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে, যিনি আবার বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার ঘনিষ্ঠ বন্ধু। আর এ সব থেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধারণা করা হচ্ছে, বার্সায় ফিরতে পারেন নেইমার।

অবশ্য স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, নেইমারকে ফেরানোর প্রস্তাব আগেই পেয়েছিল বার্সা। কিন্তু কোচ জাভি আপাতত নেইমারকে নেওয়ার ব্যাপারে বিপক্ষে অবস্থান করছেন। কারণ তাঁর পরিকল্পনায় এখন শুধুই ভবিষ্যৎ। বার্সার ভবিষ্যৎ কম্বিনেশন সাজাতেই তিনি কাজ করছেন। আর সেই পরিকল্পনায় তাই তিনি নেইমারকে রাখতে চাইছেন না।

যদিও এর মধ্যে পরিস্থিতি কিছুটা পাল্টেছে। বার্সার নিয়মিত রাইট উইঙ্গার উসমান ডেম্বেলে বার্সা ছেড়ে যাচ্ছেন পিএসজিতে। এই মুহূর্তে বার্সার এই স্কোয়াডে একজন উইংগার খুব প্রয়োজন। আর তাই নেইমার সেই বিবেচনায় চমক হিসেবে আসতেই পারেন। তবে সব কিছু মিলিয়ে এখনও রয়েছে অনেক ধোঁয়াশা আর অনিশ্চয়তা।

নেইমারকে আদৌ দলে পেতে বার্সা আগ্রহী কিনা, তা এখনো পরিস্কার নয়। আর সেটি হলেও নেইমারের জন্য তাদের প্রস্তাব কিংবা পারিশ্রমিকই বা কত হবে, সব কিছু মিলিয়ে অনেক গুলো ফ্যাক্টর নির্ভর করছে।

২০১৭ সালে নেইমার যখন বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালেন, তখন তাঁর রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিলেন দেম্বেলে। এবার দেম্বেলে পিএসজিতে যাচ্ছেন। তাঁর বদলে কাকতালীয়ভাবে নেইমার বার্সায় ফিরবেন কিনা, তা সময়ই বলে দিবে। তবে ট্রান্সফার মার্কেট শেষ হতে এখনও অনেক দেরি। এখনও অনেক রঙ বদলানো বাকি। তাই নেইমারকে নিয়ে শেষ মুহুর্তে একটা চমকের অপেক্ষায় থাকতেই পারে বার্সা সমর্থকরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...