প্রীতি জিনতার চেয়ে বড় কোনো চিয়ারলিডার নেই

অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়তো ট্রফি আছে। কিন্তু প্রীতি জিনতা আছে কেবল একটা দলে — পাঞ্জাব কিংসে। এটাই পাঞ্জাব কিংসের সবচেয়ে বড় শক্তির জায়গা!

পাঞ্জাব কিংসের সবচেয়ে বড় চিয়ারলিডার কে? প্রশ্নের উত্তর সহজ। তিনি প্রীতি জিনতা। পাঞ্জাব কিংসের আইপিএলে অবস্থান যাই হোক না কেন – প্রীতি জিনতা সব সময় দলের সাথে থাকেন ছায়া হয়ে। কেবল সু:সময়ের মাছি হয়ে নয়, দু:সময়ের বন্ধু হয়েও থাকেন দলের পাশে।

ধর্মশালায় যেদিন খেলা বন্ধ হয়ে গেল নিরাপত্তার ইস্যুতে, সেদিন তিনি নিজে থেকে দলের সবাইকে মাঠের বাইরে নিয়েছেন। দর্শকদের বের হয়ে যেতে বলেছেন। নিজের নিরাপত্তার কথা ভাবেননি একবারও।

প্রতিটা ম্যাচ তিনি ডাগ আউটে থাকেন। অর্জনে উল্লাস করেন, ব্যর্থতায় হতাশ হন। কিন্তু হাল ছাড়েন না। ম্যাচ শেষে খেলোয়াড়দের সাথে হাত মেলান। কখনও প্রিয়ানশ আরিয়ার সাথে সেলফি তোলেন, কখনও শ্রেয়াস আইয়ারের সাথে হাত মেলান, কখনও বা নেহাল ওয়াধেরার সাথে ফিস্ট বাম্প করেন।

পাঞ্জাব কিংস আইপিএলে একদমই সফল দল নয়। ২০০৮ থেকে ২০২৫—জয়ের চেয়ে পরাজয় বেশি, গৌরবের চেয়ে অপেক্ষা দীর্ঘতর। মাত্র তিনবার প্লে-অফ, কিন্তু একবারও কাপের দেখা নয়।

অথচ এমন কোনো বিকেল কিংবা রাত খুঁজে পাওয়া যাবে না, যেখানে হেরে যাওয়া ম্যাচ শেষে ডাগ আউটে তাঁকে দেখা যায়নি। প্রতিপক্ষের হাসির মাঝেও তিনি দাঁড়িয়ে থেকেছেন — কখনো হাততালি দিয়ে, কখনো গালে চাপা কষ্টের ছায়া নিয়ে। বলিউড ছেড়ে প্রীতি জিনতার ধ্যান জ্ঞান এখন পুরোটাই পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে।

অনেক মালিক আসে, যায়। কেউ মাঠে থাকে বিজ্ঞাপনের খাতিরে, কেউ ক্যামেরার ফ্রেমে। কিন্তু, প্রীতি জিনতা সেই বিরল প্রজাতির, যিনি ক্রিকেট বোঝেন হৃদয় দিয়ে। ক্রিকেট বানিজ্যের যুগে এমন ফ্র্যাঞ্চাইজি মালিক খুঁজে পাওয়া মুশকিল।

অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়তো ট্রফি আছে। কিন্তু প্রীতি জিনতা আছে কেবল একটা দলে — পাঞ্জাব কিংসে। এটাই পাঞ্জাব কিংসের সবচেয়ে বড় শক্তির জায়গা!

Share via
Copy link