বিপিএলে ‘নিষিদ্ধ’ চিটাগং কিংস

শেষমেশ বিসিবি ঘোষণা দিল—এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ আর বিপিএলে দল পাবে না। একেবারে আউট সিগন্যাল দেখিয়ে দিয়েছে আম্পায়ার, রিভিউও নেই। এবার মাথা নিচু করে মাঠের নিচে বাইরে চলে যেতে চিটাগং কিংসকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তো মাঠের চেয়ে মাঠের বাইরেই খেলা জমে বেশি। চিটাগং কিংসও মাঠের বাইরে খেলেই হারল। টানটান উত্তেজনায় কোনো ম্যাচের চেয়ে কম নয় চট্টগ্রাম ও সামির কাদের চৌধুরীর এই প্রস্থান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চিটাগং কিংসের কাছে তাদের পাওনা একেবারে পাহাড়সম—৩৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়াচ্ছে প্রায় ৪৬ কোটি। কিছুদিন আগ পর্যন্ত মুখে মুখে হিসাব চলছিল, কিন্তু এবার বোর্ড সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছে।

জবাবে কিংসের মালিকপক্ষ বলেছে, পাওনা আছে ঠিকই, কিন্তু ৪৬ কোটির অঙ্কটা নাকি সঠিক নয়। এই অঙ্ক তাঁরা পরিশোধ করতেও রাজি নয়। ফলে, বিপিএল থকে তাঁদের বাদ দেওয়া বাদে বিসিবির কোনো পথও নেই।

বিসিবির বক্তব্য বেশ সহজ। প্রথম দুই আসরের বকেয়া থেকে শুরু করে সুদ-ফি-মেলানো চূড়ান্ত যোগফলই এই ৪৬ কোটি। হিসাব কষে বোর্ড বলছে—মূল পাওনা প্রায় ১৮ কোটি ৮৪ লাখ, তার সঙ্গে সুদের বোঝা ২৭ কোটি ১২ লাখ—দুইয়ে মিলে দাঁড়াচ্ছে এই বিরাট অঙ্ক।

শুধু বিসিবির পাওনা নয়, কিংসের বাকির খাতা বেশ লম্বা। খেলোয়াড়দের বেতন, কোচের ফি, হোটেল বিল, ভেন্ডরদের টাকা—সব ফাঁকি দিচ্ছে চিটাগং কিংস। এমনকি এসব পাওনাদারও বোর্ডের দরজায় কড়া নাড়ছে, কেউ কেউ নাকি আইনি নোটিশও ছুঁড়ে দিচ্ছে। এমনকি খোদ শহীদ আফ্রিদির পারিশ্রমিকও দেয়নি দলটি, সেটাও আবার মালিকের ব্যক্তিগত কারণে।

শেষমেশ বিসিবি ঘোষণা দিল—এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ আর বিপিএলে দল পাবে না। একেবারে আউট সিগন্যাল দেখিয়ে দিয়েছে আম্পায়ার, রিভিউও নেই। এবার মাথা নিচু করে মাঠের নিচে বাইরে চলে যেতে চিটাগং কিংসকে।

Share via
Copy link