ম্যানচেস্টার সিটি কি তাহলে মিশরীয় জাদুকাঠি পেয়ে গিয়েছে? গত কয়েক বছর ধরে লিভারপুল ছুটে চলছে মোহামেদ সালাহ নামক মিশরীয় বাহনে ভর করে। ম্যানচেস্টার সিটিও এবার বোধহয় এমন একজনকে পেয়েছে – নাম ওমর মারমুশ। অবিশ্বাস্য, দুর্দান্ত এক পারফরম্যান্সে ইতোমধ্যে নিজের আগমনী বার্তাটা দিয়েছেন তিনি।
দলের আত্মবিশ্বাস যখন তলানিতে তখনি স্বরূপে আবির্ভূত হলেন মারমুশ; রিয়াল মাদ্রিদের বিপক্ষে হতাশাজনক একটা পরাজয়ের পর ম্যানসিটি মুখোমুখি হয়েছিল নিউক্যাসেল ইউনাইটেডের। আর এ ম্যাচে স্রেফ ১৪ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে বসেছেন তিনি। আর তাতেই ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁর দল।
শুরুটা হয়েছিল ১৯ মিনিটের মাথায়, এডারসনের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দেন এই তরুণ। সিটিজেনদের হয়ে এটাই তাঁর প্রথম গোল, এর মধ্য দিয়ে আবার রেকর্ড গড়েছেন এডারসন। এ নিয়ে প্রিমিয়ার লিগে ষষ্ঠবারের মত অ্যাসিস্ট করেছেন তিনি। লিগের ইতিহাসে আর কোন গোলরক্ষকের এতগুলো অ্যাসিস্ট নেই।
যদিও রেকর্ডের আলোচনা চাপা পড়ে গিয়েছে আফ্রিকান তারকার দাপটে। ২৪ এবং ৩৩ মিনিটে দুই গোল আদায় করে তৃপ্তির হাসি হাসেন তিনি; কেভিন ডি ব্রুইনার এটিই সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক কোন ম্যানসিটি ফুটবলারের।
গত জানুয়ারিতেই বুন্দেসলিগা থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মারমুশ। তবে জ্যাক গ্রিলিশের মত তিনিও ফ্লপ সাইনিং বনে যান কি না তা নিয়ে সন্দেহ ছিল; নিন্দুকেরাও অপেক্ষায় ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি লিখলেন নতুন আগমনী গান।
জুলিয়ান আলভারেজের বিদায়ের পর গোলের দ্বিতীয় উৎস হারিয়ে ফেলেছে ম্যানসিটি। আর্লিং হাল্যান্ডকে আটকে দিলেই আটকা পড়ে যায় তাঁরা, ওমর মারমুশ হয়তো সেই সমস্যার সমাধান হয়েই এসেছেন – রিয়াল, লিভারপুলের বিপক্ষে আসন্ন ম্যাচেই স্পষ্ট হবে সবকিছু।