অজিদের ত্রাসের রাজ্যে ওমরজাইয়ের পালটা আক্রমণ

গেল বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই। সেই ধারা অব্যাহত রেখেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে।

নাথান এলিসকে ১০২ মিটারের বিশাল ছক্কা হাঁকালেন আজমতউল্লাহ ওমরজাই। অথচ গঢ়ন তার আর দশটা সাধারণ পুরুষের মতই। তবুও পেশির জোরের সাথে তীক্ষ্ম নজরের অসাধারণ মেলবন্ধন, সবকিছু মিলিয়ে বল গিয়ে পড়ল গ্যালারিতে। ঠিক ওই ছক্কার মতই দৃষ্টিনন্দন একটা ইনিংস খেলেছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

গেল বছর আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই। সেই ধারা অব্যাহত রেখেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। ধারাবাহিকভাবে দলের জন্যে অবদান রেখে যাচ্ছেন বল আর ব্যাট হাতে। তর্কসাপেক্ষে তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে। আফগানদের লেগস্পিন স্বর্গ থেকে প্রাপ্ত এক বিরল রত্ন ওমরজাই।

৬৩ বলে ৬৭ রানের একটা দারুণ ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। একেবারে সময়োপযোগী একটা ইনিংস বটে। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্যে লড়াকু সংগ্রহের ফিনিশং টাচটা দিয়েছেন তিনি। যদিও ইনিংস শেষ করে আসতে পারেননি।

অস্ট্রেলিয়ার সাথে জিতলে আফগানিস্তান চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। এই সমীকরণ সৃষ্টি হয়েছে ইংল্যান্ডকে পরাজিত করে। সেই ম্যাচেও গুরুত্বপূর্ণ এক ইনিংস উপহার দিয়েছিলেন ওমরজাই। ৩১ বলে ৪১ রানের ইনিংসটি আফগানিস্তানের সংগ্রহকে দিয়েছিল বাড়তি বুষ্ট আপ।

তাছাড়া মিডল ওভারে তিনি ইব্রাহিম জাদরানের সাথে ভীষণ প্রয়োজনীয় ৭২ রানের একটা জুটিও গড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে প্রচণ্ড চাপ সইতে হয়েছে আফগানিস্তানের ব্যাটারদের। পর্দায় ঢেকে থাকা লাহোরের উইকেটে সুইং পেতে শুরু করে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। আগের দিনের মত ইব্রাহিমরা বড় ইনিংস খেলতে পারেননি।

তবুও সেদিকুল্লাহ অটল লড়াই চালিয়ে গেছেন। তার বিদায়ের পর একটু পালটা আক্রমণের প্রয়োজন ছিল আফগানিস্তানের। সে আক্রমণটাই করেছেন ওমরজাই। আগেরদিন পাঁচ উইকেট বাগিয়ে ইংল্যান্ডকে একা হাতেই ধসিয়ে দিয়েছলেন ওমরজাই।

অজিদের বিপক্ষে ব্যাটে দূর্দান্ত পারফরমেন্সের পর বল হাতেও দুর্ধর্ষ হয়ে উঠবেন ওমরজাই। তেমনটি ঘটলে আরও একটি ইতিহাস লেখা হতে পারে আফগানদের পক্ষে। ২০২৩ বিশ্বকাপের প্রতিশোধ তো নেওয়া বাকি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link