Social Media

Light
Dark

খ্যাতনামা ফ্রি এজেন্ট

নতুন ফুটবল মৌসুম মাত্র শুরু হলেও এর মাঝেই পরবর্তী দলবদলের জন্য প্রস্তুত হচ্ছে ক্লাবগুলো। জানুয়ারির ট্রান্সফার মৌসুমে দলে নতুন খেলোয়াড় ভেড়ানোর চাইতে ফ্রি এজেন্ট খেলোয়াড়দের সাথে চুক্তি সম্পন্ন করতেই বেশি আগ্রহ থাকে ক্লাবগুলোর। আগামী মৌসুমে অনেক তারকা ফুটবলারদের চুক্তি শেষ হচ্ছে, যাদেরকে চাইলে ফ্রিতে নিজেদের দলে ভেড়াতে পারবে ক্লাবগুলো। আর এই তালিকায় আছেন  বিশ্বের জমকালো সব তারকা ফুটবলার।

  • ক্রিশ্চিয়ানো রোনালদো

জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনটা সুখকর হচ্ছে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। রেড ডেভিলদের হয়ে দ্বিতীয় মেয়াদে রোনালদোর যাত্রাটা শেষ হয়ে যেতে পারে এই মৌসুমের শেষেই। যদিও ইউনাইটেড চাইলে এক মৌসুমের জন্য চুক্তি বাড়াতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত চুক্তি বাড়ানোর ব্যাপারে আগ্রহ দেখায়নি তাঁরা।

এরিক টেন হাগ ইউনাইটেডের কোচ হয়ে আসার পর মূল একাদশে জায়গা হারিয়েছেন রোনালদো। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রোনালদোকে খেলানোর চাইতে অপেক্ষাকৃত তরুণদের বাজিয়ে দেখতেই বেশি আগ্রহী টেন হাগ। পর্তুগিজ এই তারকাকে তাই আগামী মৌসুমে নতুন কোনো দলের জার্সিতে দেখার সম্ভাবনাই বেশি।

  • লিওনেল মেসি

২০২১ সালে নানা নাটকীয়তার পর শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্যারিসের ক্লাবটির সাথে চুক্তির শেষ বছরে রয়েছেন মেসি। যদিও উভয়পক্ষের সমঝোতায় আরও এক বছর চুক্তি নবায়নের সুযোগ আছে।

কিন্তু, শোনা যাচ্ছে আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠা বার্সেলোনা চাইছে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে। এছাড়া মেজর লিগ সকার থেকেও রয়েছে লোভনীয় অংকের প্রস্তাব। বিশ্বকাপ শেষে নিজের মতামত জানাবেন বলে ঘোষণা দেয়া মেসির তাই প্যারিসে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

  • করিম বেনজেমা

ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রস্থানের পর থেকে একা হাতে রিয়াল মাদ্রিদকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। রিয়ালের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নৈপথ্যে ছিলেন এই তারকা। গত মৌসুমে এতটাই দুর্দান্ত ছিলেন যে একপ্রকার নিশ্চিত এই মৌসুমের ব্যালন ডি অর উঠবে তাঁর হাতেই।

রিয়ালের সাথে তাঁর চুক্তি শেষ হচ্ছে এই মৌসুম শেষেই। যদিও শোনা যাচ্ছে চুক্তি বাড়িয়ে আরও এক মৌসুমের জন্য থেকে যাবে সান্তিয়াগো বার্নাব্যুতেই। কিন্তু সবকিছু চূড়ান্ত হবার আগে বেনজমার ভবিষ্যত দিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

  • এনগোলো কান্তে

ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ফুটবল বিশ্বকাপ – ফুটবলের সর্বোচ্চ স্তরের প্রায় সকল ট্রফি জয়েরই স্বাদ পেয়েছেন ফ্রান্স এবং চেলসির এই মিডফিল্ডার। লন্ডনের ক্লাবটির সাথে তাঁর পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মৌসুম শেষেই। চুক্তির ছয় মাস বাকি থাকতেই তাঁর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। খুব সম্ভবত নতুন মৌসুমে অন্য ক্লাবের জার্সিতেই দেখা যাবে কুশলী এই মিডফিল্ডারকে।

  • মার্কাস রাশফোর্ড

একটা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের ভবিষ্যত ভাবা হত মার্কাস রাশফোর্ড এবং অ্যান্টনি মার্শিয়ালকে। দ্বিতীয়জন ইতোমধ্যেই ক্লাব ছেড়েছেন আর অন্যজন জ্বলছেন নিভু নিভু প্রদীপ হয়ে। ইউনাইটেডের সাথে তাঁর চার বছরের চুক্তির শেষ বছর চলছে। ম্যানেজমেন্টের সাথে ইতোমধ্যেই একচোট হয়ে গিয়েছে রাশফোর্ডের। গুঞ্জন ছিল এই মৌসুমেই ক্লাব ছাড়বেন। কিন্তু তা হয়নি, এখন দেখার বিষয়ে তাঁর ব্যাপারে জানুয়ারিতে কি সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

  • সার্জিও বুসকেতস

বার্সেলোনার বর্তমান অধিনায়ক সার্জিও বুসকেতসের চুক্তিও শেষ হচ্ছে ২০২৩ সালে। গুঞ্জন আছে প্রায় ১৪ বছর কাতালান জার্সিতে কাটানো বুসি ক্যারিয়ারের পড়ন্ত বেলায় যোগ দেবেন মেজর লিগ সকারে। এছাড়া বার্সাতে এখন তরুণ মিডফিল্ডারদের ছড়াছড়ি। পেদ্রি, গাভি, ফ্রেংকি ডি জং, নিকো গঞ্জালেসদের পাশাপাশি দলে নতুন যোগ দিয়েছেন ফ্রাংক কেসি। সবমিলিয়ে তাই বুসকেতসের বার্সা ছাড়া সময়ের অপেক্ষা মাত্র।

  • জর্জিনহো

জর্জিনহোর সাথে চেলসির পাঁচ বছরের চুক্তির মেয়াদ ফুরোচ্ছে এ বছরেই। চেলসির নতুন মালিক টড বোহেলি পুরনোদের সাথে চুক্তি নবায়নের বদলে নতুন মুখ দলে ভেড়াতেই বেশি আগ্রহী। চেলসিতে আসার পর থেকেই দলটির মিডফিল্ডের নিউক্লিয়াস হয়ে ছিলেন ইতালিয়ান এই মিডফিল্ডার। গুঞ্জন আছে মৌসুম শেষেই জুভেন্টাসে পাড়ি জমাবেন জর্জিনহো।

  • ইলকায় গুন্ডোগান

পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব পেয়েই বরুশিয়া ডর্ট্মুন্ড থেকে দলে ভিড়িয়েছিলেন জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্ডোগানকে। গত মৌসুমের শেষ ম্যাচে পিছিয়ে পড়া সিটিকে জোড়া গোল করে এনে দেন  প্রিমিয়ার লিগের শিরোপা । এই মৌসুমেও রয়েছেন দারুণ ছন্দে। এখনও চুক্তি নবায়নের আলোচনা না শুরু করায় সম্ভাবনা রয়েছে এই মৌসুম শেষেই ইত্তিহাদ ছাড়বেন এই মিডফিল্ডার।

  • টনি ক্রুস

রিয়াদ মাদ্রিদের হয়ে আট বছরের ক্যারিয়ারে ক্লাব পর্যায়ের সম্ভাব্য সকল ট্রফিই জিতেছেন টনি ক্রুস। সান্তিয়াগো বার্নাব্যুতে আগমণের পর থেকেই ছিলেন মাদ্রিদ মিডফিল্ডের নক্ষত্র হয়ে। কোনো অঘটন না ঘটলে আগামী বছরে ৩৩ বছরে পা দেয়া ক্রুসের মাদ্রিদের এটাই শেষ মৌসুম।

  • রবার্তো ফিরমিনো

ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর অ্যানফিল্ডে আগমণের পর একে একে কেটে গিয়েছে আটটি মৌসুম। খুব সম্ভবত লিভারপুলের এটিই তাঁর শেষ মৌসুম। মূলত ডারউইন নুনেজ আগমন আর ডিয়েগো জোটার ইনজুরি থেকে ফেরার সুবাদেই অলরেডদের হয়ে ক্যারিয়ার দীর্ঘায়িত হচ্ছে না ফিরমিনোর।

  • লুকা মদ্রিচ

ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের সাথে চুক্তি গত মৌসুমেই শেষ হয়ে গেলেও শেষ্মুহূর্তে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছিল রিয়াল মাদ্রিদ। সেই চুক্তিও শেষ হয়ে যাচ্ছে এই মৌসুম শেষেই। এদুয়ার্দো কামাভিংগা, অরেলিয়েন শুয়ামেনির মতো প্রতিভাবান মিডফিল্ডারদের আগমণে ধারণা করা হচ্ছে ৩৭ বছর বয়সী মদ্রিচের মাদ্রিদে এটাই শেষ মৌসুম। 

  • নাবি কেইতা

বড় আশা নিয়ে আরবি লাইপজিগ থেকে বড় অংকের ট্রান্সফার ফি দিয়ে তাকে অ্যানফিল্ডে এনেছিলেন ইয়ুর্গেন ক্লপ। মাঝে মাঝে আলো ছড়ালেও ক্রমাগত ইনজুরির থাবায় পূর্ণতা পায়নি তাঁর লিভারপুল ক্যারিয়ার। ধারণা করা হচ্ছে এই মৌসুম শেষে তাঁর সাথে চুক্তি নবায়ন করবেন না অলরেডরা।

  • ইয়ান অবলাক

ইয়ান অবলাক গত কয়েক মৌসুম ধরেই বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন। আগামী মৌসুমে চুক্তি শেষ হতে যাওয়া অবলাককে দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে বিশ্বের সেরা কয়েকটি দল। যদিও সংবাদমাধ্যমের ধারণা দিয়েগো সিমিওনে তাঁর সেরা অস্ত্রকে দলে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করবেন।

  • জলাতান ইব্রাহিমোভিচ

মৌসুমের শুরুতে অবসর নেবার গুঞ্জন থাকলেও এসি মিলানের সাথে এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছেন সুইডিশ স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচ। কিন্তু সবকিছু পাল্টে দিয়েছে তাঁর ইনজুরি, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বড় ধরনের ইনজুরিতে পরে ছিটকে গিয়েছেন পুরো মৌসুমের জন্য। এখন দেখার বিষয় ইনজুরি থেকে ফেরার পর তাঁর সাথে চুক্তি নবায়ন করে কিনা মিলানের ক্লাবটি। 

  • মার্কো রিউস

ক্রমাগত ইনজুরিতে না পড়লে জার্মানি এবং বরুশিয়া ডর্ট্মুন্ডকে অনেক কিছু উপহার দেবার ছিল মার্কো রিউসের। কিন্তু ক্রমাগত ইনজুরির থাবায় পুরোপুরি প্রস্ফুটিত হতে পারেননি। ক্যারিয়ারজুড়ে ডর্ট্মুন্ডের ঘরের ছেলে হয়ে থাকা রয়েস শেষবেলায় অন্য দলে পাড়ি জমালেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link