পাকিস্তানে না খেলার একগুঁয়ে জেদ ধরেই রেখেছে ভারত। তাই তাদের বাদ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাচ্ছে এখন পাকিস্তান। কিন্তু, ভারতকে বয়কট করে কি এত বড় একটা আয়োজন সম্ভব?
নির্ভরযোগ্য একটি সূত্র পাকিস্তানি একটি গণমাধ্যমকে বলছে, ‘এই রবিবার, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব তুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে।’
পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভারতকে খেলতে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। তবে, ভারত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বল এখন আইসিসির কোর্টে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, আইসিসি পিসিবিকে জানিয়েছে যে ভারত পাকিস্তানে আসতে চায় না এই মেগা-ইভেন্টের জন্য। পিসিবি ও পাকিস্তান সরকারকে ভারতের এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দিয়েছে।
বর্তমান পরিস্থিতি থেকে ধারণা করা যাচ্ছে যে, ভারতের পাকিস্তানে না আসার সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান সরকার। পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলের সূত্রটি নিশ্চিত করেছে, ‘যতক্ষণ না ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, পাকিস্তান তাদের বিপক্ষে কোনো টুর্নামেন্টে খেলবে না।’
সব কিছু ঠিকঠাক থাকলে আসছে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু, সব কিছু ঠিক আর থাকছে কোথায়! হাইব্রিড মডেলে আয়োজনের একটা ভাবনা ছিল। সেক্ষেত্রে দুবাইয়ে হতে পারত ভারতের ম্যাচগুলো, কিন্তু পিসিবি আপাতত সেই পথেও হাঁটতে নারাজ।