ভারতের ভিসা পাচ্ছেন না ‘পাকিস্তানি’ খাজা

ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ শুরু হবে আগামী নয় ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া দল ভারতে আসার অপেক্ষায় আছে। কিন্তু, এখনও ভিসাই পাননি অজি দলের টপ অর্ডার ব্যাটার উসমান খাজা। কারণটা হাস্যকর। খাজা পাকিস্তানি বংশোদ্ভূত বলেই ভিসা বিড়ম্বনায় পড়েছেন তিনি।

অথচ, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত যারা তারা কোনো ঝামেলাহীন ভাবেই পেয়েছেন ভারতের ভিসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিয়ে খাজা নিজেও হতাশা প্রকাশ করেছেন।

এমনিতেই রাজনৈতিক ভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে বরবারই বিরোধ বিদ্যমান থাকে। সেটা ক্রিকেট মাঠকে ছুঁয়ে যায়, আবার ছুঁয়ে যায় দুই দেশের সীমানাকেই। আর পাকিস্তানে জন্ম বলে সেই রেশটাই এবার টের পাচ্ছেন খাজা।

ভিসা এর মধ্যেই চলে আসলে, আসছে বৃহস্পতিবার ভারতের বিমানে উঠবেন বাঁ-হাতি এই ওপেনার। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলের কেউ কেউ এরই মধে ভারতে পৌঁছাতে শুরু করেছে, জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। ব্যাঙ্গালুরুতে মূল সিরিজ শুরুর আগে একটা সংক্ষিপ্ত ক্যাম্প করবে অস্ট্রেলিয়া দল।

প্রায় এক দশক বাদে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামবে অস্ট্রেলিয়া দল। চারটি টেস্ট অনুষ্ঠিত হবে নাগপুর, দিল্লী, ধর্মশালা ও আহমেদাবাদে।

বাজে সময় কাটিয়ে বছর দুয়েক হল আবারও অস্ট্রেলিয়ার টেস্ট দলে থিতু হয়েছেন উসমান খাঁজা। সম্প্রতি তিনি টেস্টে চার হাজার রানের মাইলফলক ‍ছুঁয়েছেন। এছাড়াও শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এক বছরে ৭৮.৪৬ গড়ে ১,০২০ রান করে।

তাই, ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে তাঁর মাঠে নামাটা জরুরী। কিন্তু, ভিসা দিতে কত দেরি হবে – সেই উত্তরটা জানতে সময়ের দিকেই তাকিয়ে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link