বন্ধুত্বের হাত ছেড়ে দিল পাকিস্তান!

রশিদ লতিফের বয়কটের আহ্বান তাই বৃথাই গেল। উগান্ডা নয় বরং পাকিস্তানই খেলতে যাচ্ছে বিশ্বকাপের জন্য। ১৫ সদস্যের দল ঘোষণার পর আর কোনো দ্বিধা অন্তত থাকার কথা নয়।

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে তাদের পরিবর্তে উগান্ডাকে নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলবে ভারত-উগান্ডা। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের এমন মন্তব্য বিশ্বকাপ বিতর্কের আগুনে ঘি ঢেলেছিল। তবে এর মাঝেই যেন জল ঢেলে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বয়কট নয়, বরং বিশ্বকাপ খেলার জন্য আয়োজন করেই দল ঘোষণা করেছে তারা।

বাংলাদেশের এক ‘না’ গোটা বিশ্ব ক্রিকেটকে টলিয়ে দিয়েছে। তবে দিনশেষে খালি হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপ বয়কট করায় আইসিসি আনুষ্ঠানিকভাবেই বাদ দিয়েছে বাংলাদেশকে। তবে নাটক যে এখানেই শেষ হয়ে যায়নি।

বয়কটের জোয়ার ছড়িয়ে পড়ে সীমানা ছাড়িয়ে পাকিস্তানেও। বাংলাদেশকে সমর্থন যোগাতে প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করবে বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি।

এর মাঝে ঘটে যায় অনেক কিছুই। আইসিসিও চড়াও হয় পাকিস্তানের ওপর। তবে বন্ধুত্বের হাত তখনও মজবুত ছিল। হঠাৎ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বসে পিসিবি। আর নিমিষেই বন্ধুত্বের অটুট বন্ধন ছিঁড়ে যায়।

রশিদ লতিফের বয়কটের আহ্বান তাই বৃথাই গেল। উগান্ডা নয় বরং পাকিস্তানই খেলতে যাচ্ছে বিশ্বকাপের জন্য। ১৫ সদস্যের দল ঘোষণার পর আর কোনো দ্বিধা অন্তত থাকার কথা নয়।

বাংলাদেশকে কি তবে মিথ্যা আশ্বাস দিয়েছিল পাকিস্তান? লোক দেখানোর জন্যই কি বাড়িয়ে দিয়েছিল ভরসার হাত? এসব প্রশ্ন এখন অবান্তর। নিজের পায়ে নিজে কুড়াল মারার দুঃসাহস কেনই বা কেউ দেখাতে যাবে?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link