জিম্বাবুয়ের বিপক্ষে কোনোমতে রক্ষা পেল পাকিস্তান। হারের সম্ভাবনা শেষ পর্যন্ত পরাজিত হলো ফখর জামান আর উসমান খানদের অভিজ্ঞতার কাছে। কঠিন হতে বসা ম্যাচটাকে শেষ পর্যন্ত সহজ করে পাঁচ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
টসে হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে পাকিস্তানকে একপ্রকার ভয় পাইয়ে দিয়েছিল। ওপেনিং জুটি থেকেই তাদের আসে ৭২ রান। নতুন বলে শাহীন আফ্রিদিদের কঠিন পরীক্ষায় নিয়েছে ব্রায়ান বেনেটরা। সম্ভাবনা ছিল স্কোরবোর্ডে বড় রান তোলার। তবে এরপরই যেন খেই হারিয়ে ফেলে সফরকারীরা।

মিডল ওভারগুলোতে পাকিস্তানের দাপুটে বোলিংয়ের সামনে ছন্দহীন হয়ে যায় জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একেবারে কোনঠাসা হয়ে যায় তারা। তবে অধিনায়ক সিকান্দার রাজার ৩৪ রানের ইনিংসে ভর করে কোনোমতে ১৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে শুরুটা ভালো করলেও পাকিস্তান বিপাকে পড়ে ২৭ রানের মাথায়। ফিরে যান ওপেনার সাহিবজাদা ফারহান। তিনে নামা বাবর আজমও শূন্যতেই ফিরে যান। অধিনায়ক সালমান আলী আঘাও এক রান করে ইনিংসের যবনিকা পতন ঘটান। ২৭ থেকে ৩০ অর্থাৎ তিন রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

এর ঠিক কিছুক্ষণ বাদেই ৫৪ রানে ফিরে যান সেট হওয়া সায়িম আয়ুব। তখনই শঙ্কার কালো মেঘ আরও ঘনিভূত হয় পাকিস্তানের আকাশে। তবে অভিজ্ঞ ফখর জামান আর উসমান খানের ব্যাটে রক্ষা পায় স্বাগতিকদের মান। ৪৪ রানে ফখর ফিরলেও উসমান শেষটাতে নাওয়াজের সঙ্গে মিলে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় পাকিস্তান।











