বিশ্বকাপ জিতলে সৌদি সরকারের অতিথি হবেন বাবররা

আসলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারলে আগামী বছর রয়্যাল গেস্ট হিসেবে হজ্ব পালনের সুযোগ পাবে পাকিস্তান দল।

বিশ্বকাপ জিতলে অনেক রকমের পুরষ্কার পাবেন, এমন প্রতিশ্রুতি হরহামেশাই পান সব দেশের ক্রিকেটাররা। তবে পাকিস্তান এবার পেল ভিন্নধর্মী এক পুরষ্কারের ঘোষণা, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারলে আগামী বছর রয়্যাল গেস্ট হিসেবে হজ্ব পালনের সুযোগ পাবেন তাঁরা। দেশটিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকী এই ঘোষণা দিয়েছেন।

মূলত বাবর আজমদের বিশ্ব জয়ের মিশন উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছিলেন তিনি; তাঁর কণ্ঠে ফুটে উঠেছিল প্রত্যাশার সুর, সেই সাথে পাকিস্তান দলের সাফল্যের জন্য প্রার্থনাও করেছেন।

এই কূটনীতিবিদ বলেন, ‘পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ভাইদের প্রতি আমার একটাই বার্তা, আল্লাহ চাইলে এবার আপনারা টুর্নামেন্ট জিতবেন। পাকিস্তানের জনগণ আপনাদের এই সাফল্য উদযাপন করবে নিশ্চয়ই। এবং পরের বছর হজ্বের সময় রয়্যাল গেস্ট হিসেবে সম্মান দেয়া হবে খেলোয়াড়দের।’

আগামী ছয় তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব জয়ের মিশন শুরু হবে পাকিস্তানের। তবে দলটির মূল চ্যালেঞ্জ হবে ভারত বাঁধা টপকানো। নয় জুন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবে তাঁরা, সেদিকেই বেশি মনোযোগ দিতে হচ্ছে তাঁদের। অধিনায়ক বাবরও চান দলের প্রত্যেকেই ভারত ম্যাচে নিজেদের সেরাটা খেলুক।

তিনি বলেন, ‘পুরো বিশ্বের নজর থাকবে এই ম্যাচের উপর, ফলে চাপ থাকবে অনেক। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। এমন ম্যাচে আপনি যত শান্ত থাকতে পারবেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন কাজ তত সহজ হবে।’

তবে শিরোপা জয়কেই নিজেদের প্রধান লক্ষ্য মানছেন এই তারকা। তিনি বলেন, ‘যেকোনো ক্রিকেটারের লক্ষ্য দেশের জন্য বিশ্বকাপ জেতা, আমিও ব্যতিক্রম নই। ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন সবসময়ই দেখি, কিন্তু সেজন্য সব দলের বিপক্ষে ভাল পারফর্ম করতে হবে।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...