ফিনিক্স পাখি তামিম ইকবাল

তামিম ইকবাল যখন ছন্দে থাকেন, তখন এর চেয়ে বেশি অ্যাড্রেনালিন রাশ করা আর কারও পক্ষেই সম্ভব নয়। অন্তত বাংলাদেশে তো নয়ই। আর বিপিএলে ফাইনালে যখন তামিম বড় স্কোরের সামনে ছন্দে থাকেন – তখন কি হতে পারে – সেটা আর বলে না বোঝালেও চলে।

তামিম ইকবাল যখন ছন্দে থাকেন, তখন এর চেয়ে বেশি অ্যাড্রেনালিন রাশ করা আর কারও পক্ষেই সম্ভব নয়। অন্তত বাংলাদেশে তো নয়ই। আর বিপিএলে ফাইনালে যখন তামিম বড় স্কোরের সামনে ছন্দে থাকেন – তখন কি হতে পারে – সেটা আর বলে না বোঝালেও চলে।

বোর্ডে চিটাগং কিংস জড়ো করেছে ১৯৪ রান। ফরচুন বরিশালের তখন ইনিংসের শুরুতেই একটা ঝড় দরকার ছিল। তামিম ইকবাল এলেন, দেখলেন, জয় করলেন। ২৯ বলে করেন ৫৪ রান। ১৮৬ স্ট্রাইক রেটের ঝড়ো আর ঝকঝকে এক ইনিংস।

একটি ছক্কা আর নয়টি চারে তিনি বোর্ডে রানের চাপ একদমই পড়তে দেননি। অপর প্রান্তে তাওহীদ হৃদয় যখন ছিলেন নিজের ছায়া হয়ে, তখন আপন ছন্দে অবিচল ছিলেন তামিম ইকবাল।

টি-টোয়েন্টি, স্ট্রাইক রেট, তামিম ইকবাল – তিনটা পরস্পর বিরোধী শব্দ। কিন্তু, তামিম ইকবাল তো এমনই এক চরিত্র যাকে আপনি চাইলেই এড়িয়ে যেতে পারবেন না। আর মঞ্চ যখন বিপিএল ফাইনাল তখন তামিম ইকবাল তো আর ছেড়ে কথা বলবেন না! অধিনায়ক তামিম ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে গেলেন একদম সামনে থেকেই।

তামিম ইকবাল ফুরিয়ে গেছেন, তামিম ইকবাল আর চলনসই নন, তামিম ইকবালের আর পা চলে না, তামিম ইকবাল আর আধুনিক ক্রিকেটে ফিট নন – এমন সমালোচনা তাকে ঘিরে রেখেছে গত কয়েকটা বছর।

সেই সমালোচনার শেকড় চূড়ান্ত ভাবে ছিড়ে ফেলার এর চেয়ে ভাল উপলক্ষ্য আর হতে পারে না। প্রতিপক্ষের বোলারদের মনে ত্রাস সৃষ্টি করতেও যে তামিম ইকবাল আজও অনন্য সেটা প্রমাণ হয়ে গেল আরেকবার।

Share via
Copy link