ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হচ্ছে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও জমজমাট ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বিশ্বের সর্বাধিক দেখা ক্রিকেট লিগও এটি। সর্বশেষ আয়োজিত ২০২২ এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট দশটি দল অংশগ্রহণ করেছে। সারা বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের নিলামের মাধ্যমে কিনে নেয় এই দলগুলো। যে দল যত বেশি ভালো ক্রিকেটারদের দলে ভিড়াতে পারে, সে দল তত শক্তিশালী হয়।
ঈশান কিষাণ, দীপক চাহার এবং শ্রেয়াস আইয়ার এর মতো ক্রিকেটাররা ২০২২ মৌসুমে সর্বাধিক পারিশ্রমিক অর্জন করেছিলেন। আসন্ন আইপিএল ২০২৩ মৌসুমে যে চারজন ক্রিকেটার সবচেয়ে বেশি আকাঙ্খিত থাকতে পারেন এবং সর্বোচ্চ পারিশ্রমিক পেতে পারেন, তেমন সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়ে থাকছে আজকের আয়োজন।
- রজত পাতিদার (ভারত)
রজত মনোহর পাতিদার একজন ভারতীয় ক্রিকেটার, যিনি ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলতেন। ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আলো ছড়িয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি। ২০২২ এর ‘এলিমিনেটর’ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে একা হাতে জিতিয়ে দিয়েছেন যিনি, তিনিই হলেন রজত পাতিদার।
৫৪ বলে ১১২ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন। ওই ম্যাচে তাঁর স্ট্রাইকরেট ছিল ২০৭.৪২। ফলে লখনৌ সুপার জায়ান্টসকে হার স্বীকার করতে হয়। এরপর গোটা বিশ্বে ইন্টারনেট জুড়ে ‘ট্রেন্ডিং’ হয়ে গেছে তাঁর নাম।
যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আসন্ন মৌসুমে মোটা অঙ্কের বিনিময়ে তাঁকে ধরে রাখতে না পারে, তবুও প্রতীটি দলের চাহিদার শীর্ষে রইবেন তিনি। তাঁর ক্ষমতা ও সম্ভাবনা অনুধাবন করে সব দল তাঁর পেছনে ছুটবে এ কথা বলে দেওয়া যায় এখনই।
- মহসিন খান (ভারত)
রজত পাতিদারের মতো একই ঘটনা বাঁহাতি পেসার মহসিন খানের ক্ষেত্রেও প্রযোজ্য। যিনি আইপিএল ২০২২ এর অন্যতম সেরা পেসার হিসাবে আবির্ভূত হয়েছেন। মহসিনের লাইন এবং লেন্থের উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি দুর্দান্ত গতির সাথে উভয় দিকে বল সুইং করতে পারেন।
আইপিএলের বিগত মৌসুমে, তিনি মাত্র ৯ টি ম্যাচে ৫.৪৮ এর অসাধারণ এক ইকোনমি রেটে ১৪ টি উইকেট নিয়েছেন। যদি ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রতিভা সম্পর্কে ধারণা থাকে, তবে মহসিন খানও ভারতের টেস্ট দলের জন্য বিবেচিত হতে পারেন।
লখনৌ সুপার জায়েন্টস যদি পরের বছরের নিলামে কোনভাবে তাকে এড়িয়ে যায়, তবে অনেক দল চোখ বন্ধ করে তার পিছনে ছুটবে। যা শেষ পর্যন্ত আইপিএল ২০২৩-এ তাঁর প্রাইজ ট্যাগ অনেকটাই বাড়িয়ে দেবে।
- জিতেশ শর্মা (ভারত)
জিতেশ শর্মা ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক নিয়মিত মুখ। ২০২২ এর আইপিএলে পাঞ্জাব কিংস তাকে কিনে নেয়। জিতেশ শর্মার প্রতিটি বলকে হাওয়ায় ভাসিয়ে মাঠ ছাড়া করবার অস্বাভাবিক ক্ষমতা রয়েছে। যা টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য খুবই চমকপ্রদ এক দক্ষতা।
এই মৌসুমে পাঞ্জাবের হয়ে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একটি ম্যাচে সুযোগ পান। সে ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেটের আক্রমণাত্মক পাওয়ার হিটার হওয়ার স্ফুলিঙ্গের জ্বালিয়েছিলেন। সে জন্য প্রতিটি দল মোটা অর্থের বিনিময়ে হলেও জিতেশকে দলে টানতে চাইবে।
- ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ৫০৬ রান অর্জন করে সেরা খেলোয়াড় হন ডেওয়াল্ড ব্রেভিস। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারকে ২০২২ আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে মেগা নিলামে কিনে নেয়। বয়স সবে উনিশ। কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এর মতো খেলার ধরণ হওয়ায় তাকে ‘বেবি এবি’ নামে ডাকা হয়।
ব্রেভিস মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে নজর কেড়েছেন। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার ইঙ্গিতও দিয়েছেন। আগামী মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিয়মিত মাঠে নামতে দেখা যেতে পারে বেবি এবিকে। যদিও অন্যান্য দলগুলোতেও তাঁর চাহিদা থাকবে। সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যদি বেবি এবি-কে দলে ধরে রাখতে চায় তাহলে চড়া দাম দিয়ে আটকাতে হবে তাকে।