যাদের ক্যারিয়ার নষ্ট করেছেন রাহুল দ্রাবিড়

ভারতের ইতিহাসের অন্যতম সেরা তারকার নাম রাহুল দ্রাবিড়। দারুণ সফল এক খেলোয়াড়ি জীবন কাটানোর পর এখন কোচ হিসেবে দুর্দান্ত গতিতে এগোচ্ছেন এই তারকা। ২০২১ সালে ভারত জাতীয় দলের কোচের পদে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন এই সাবেক ক্রিকেটার।দ্রাবিড় কোচ হওয়ার পর তিন ফরম্যাটেই ভারতের অধিনায়কত্ব পান রোহিত শর্মা। দ্রাবিড়ের সময়ে ভারত যেমন বেশকিছু তরুণ ক্রিকেটারকে পেয়েছে, তেমনি হারিয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে।

ভারতের ইতিহাসের অন্যতম সেরা তারকার নাম রাহুল দ্রাবিড়। দারুণ সফল এক খেলোয়াড়ি জীবন কাটানোর পর এখন কোচ হিসেবে দুর্দান্ত গতিতে এগোচ্ছেন এই তারকা। ২০২১ সালে ভারত জাতীয় দলের কোচের পদে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন এই সাবেক ক্রিকেটার।

দ্রাবিড় কোচ হওয়ার পর তিন ফরম্যাটেই ভারতের অধিনায়কত্ব পান রোহিত শর্মা। দ্রাবিড়ের সময়ে ভারত যেমন বেশকিছু তরুণ ক্রিকেটারকে পেয়েছে, তেমনি হারিয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। আসুন দেখে নেয়া যাক দ্রাবিড়ের সময়কালে দলে জায়গা হারানো পাঁচ ক্রিকেটারকে।

  • ঋদ্ধিমান সাহা

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর টেস্টে ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক ছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু ২০২০-২১ মৌসুমে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ঋষাভ পান্তের দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই একাদশে জায়গা হারান এই তারকা।

সাহা আরো বেশি ম্যাচে সুযোগ পাবার যোগ্য থাকলেও রাহুল দ্রাবিড় শুরু থেকেই তরুণ উইকেট কিপার খেলানোর ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। ফলশ্রুতিতে দল থেকে বাদ পড়েন সাহা, অন্যদিকে সুযোগ মেলে পান্ত এবং ইশান কিষাণের মতো তরুণ ব্যাটসম্যানদের।

  • রবি বিষ্ণয়

অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে আলো ছড়ানোর পর দ্রুতই ভারত জাতীয় দলে ডাক পান তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণুয়। ভারতের হয়ে ১০ টি- টোয়েন্টি এবং একটি ওডিআই ম্যাচে মাঠে নেমে শিকার করেন যথাক্রমে ১৬ এবং ১ উইকেট। টি- টোয়েন্টিতে তাঁর ইকোনমি রেটটাও দারুণ, মাত্র ৭.০৯।   

কিন্তু তা সত্ত্বেও ২০২২ এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি বিষ্ণুই। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স সত্ত্বেও ২০২২ সালের অক্টোবরের পর জাতীয় দলে আর সুযোগ পাননি এই তারকা।

  • ভেঙ্কটেশ আইয়ার

২০২১ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে জাতীয় দলে ডাক পান অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। টি-টোয়েন্টিতে মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বল হাতেও সমান কার্যকরী এই তারকা। কিন্তু অভিজ্ঞতার কমতি থাকলেও অল্প বয়সেই কোচ রাহুল দ্রাবিড় তাঁকে ওডিয়াইতে খেলানো শুরু করেন। 

ফলে দুই ওডিয়াইতে মাত্র ২৪ রান করার পরই দল থেকে বাদ পড়েন আইয়ার। ২০২২ সালের ফেব্রুয়ারির পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তাঁর। 

  • ইশান্ত শর্মা

ঘরের বাইরে ভারতের টেস্ট সিরিজ জয়ের অন্যতম রূপকার ছিলেন পেসার ইশান্ত শর্মা। মোহাম্মদ শামি এবং উমেশ যাদবকে নিয়ে গড়ে তুলেছিলেন দুর্দান্ত এক পেস বোলিং লাইন আপ। জাতীয় দলের হয়ে ১০০টির বেশি টেস্টে মাঠে নামেন এই তারকা পেসার। কিন্তু ২০২১ সালের ইংল্যান্ড সফরে গড়পড়তা এক সিরিজ কাটানোর পর দল থেকে বাদ পড়েন তিনি। 

বিরাট কোহলি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে রোহিত শর্মার অধীনে কোনো টেস্টেই মাঠে নামার সুযোগ পাননি ইশান্ত। এমন কি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় মৌসুমে কোনো টেস্টেই একাদশে ছিলেন না তিনি।

  • মায়াঙ্ক আগারওয়াল

এক সময়ে ভারত জাতীয় দলের নিয়মিত টেস্ট ওপেনার ছিলেন মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু তাঁর অফ ফর্মের সুবাদে ওপেনার হিসেবে আবির্ভাব ঘটে লোকেশ রাহুলের। এরপর রাহুল টানা ব্যর্থতার পর সুযোগ পেলেও দলে ফেরা হয়নি তাঁর।

রোহিত শর্মা অধিনায়ক এবং লোকেশ রাহুল টেস্ট দলের অধিনায়ক এবং সহ অধিনায়ক হওয়ায় দলে ওপেনার হিসেবে তাঁদের জায়গা পাকা। ফলে দলে জায়গা পাওয়াটা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মায়াঙ্ক আগারওয়ালের জন্য। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...