করোনা ভাইরাসের কবলে পড়লো আরেকটি ক্রিকেট আসর। স্থগিতই হয়ে গেল এশিয়া কাপ ক্রিকেট। চূড়ান্ত ঘোষণা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এমনই যে হতে যাচ্ছে – সৌরভ গাঙ্গুলি সেটা আগাম জানিয়েই রেখেছিলেন। তবে, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতির বক্তব্যকে উড়িয়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাফ জানিয়ে দিয়েছিল, এর কোনো ভিত্তিই নেই।
পিসিবি তাদের বিবৃতি দেয় বৃহস্পতিবার সকালে। আর সন্ধ্যায়ই আসে স্বয়ং এসিসি’র ঘোষণা। সেখানেই মিলে দু:সংবাদ। তারা জানিয়ে দেয়, কোভিড ১৯-এর কারণে চলতি বছরের এশিয়া কাপের আসর আয়োজন করা সম্ভব হচ্ছে না।
টুইটারে মহাদেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান কোভিড ১৯ মহামারী খুব সচেতন ভাবে মাথায় রেখে ও পর্যবেক্ষক করে আমাদের কার্যনির্বাহী বোর্ড এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের সূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে, নিরাপত্তা ও করোনা ভাইরাস ইস্যু মাথায় রেখে আসরটি সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ভাবনা ছিল। তবে, এর সবই এখন অতীত। এসিসি এখন আসছে বছর জুনে এই আসরটি আয়োজনের পরিকল্পনা করছে।
তবে, ২০২১ সালের আয়োজক দেশ হবে শ্রীলঙ্কা। আর এরপরের বছর, মানে ২০২২ সালের এশিয়া কাপের আয়োজক করা হয়েছে পাকিস্তানকে।
গেল মার্চ মাস থেকে ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশে বাংলাদেশের সকল খেলাধুলা বন্ধ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ প্রথম রাউন্ড শেষে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বাংলাদেশ খেলবে এমন বেশ কয়েকটি আন্তর্জাতিক আসর সাম্প্রতিক সময়ে বাতিল হয়েছে করোনা ভাইরাসের কারণে।
বাংলাদেশের পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর বাতিল হয়েছে। অস্ট্রেলিয়াও জানিয়ে দিয়েছে যে, তাঁরা আসবে না। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর বাতিল হয়েছে। নিউজিল্যান্ডও এই অবস্থায় বাংলাদেশে আসতে অপারগতা জানিয়েছে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ হবে কি না – সেই নিয়েও আছে সন্দেহ।