ভয়াবহ একটা দুর্ঘটনা আর বিভীষিকাময় কিছু সময়কে পিছনে ফেলে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ঋষাভ পান্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেট পুনরায় শুরু করবেন তিনি। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
তবে তাঁদের বার্তা থেকে বোঝা গিয়েছে এই তারকা এখনো শতভাগ সুস্থ হতে পারেননি। সেজন্যই নিলামে উইকেটরক্ষক কেনার জন্য অর্থ খরচ করতে কার্পণ্য করেনি তাঁরা। এখন দেখা যাক দিল্লির স্কোয়াডে কারা হতে পারেন পান্তের বিকল্প।
- কুমার কুশাগ্রা (ভারত)
দিল্লি ক্যাপিটালসের তুরুপের তাস হতে পারেন কুমার কুশাগ্রা। নিলামের টেবিলে ঝড় তোলা এই তরুণকে ভবিষ্যতের জন্যই কিনেছিল দলটি। তবে পান্তের শূণ্যতা পূরণ করার সামর্থ্য রয়েছে তাঁর। বিশেষ করে ফিনিশারের ভূমিকায় বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে সফল হয়েছেন তিনি, সেজন্য উইকেটকিপার-ব্যাটার হিসেবে একাদশে সুযোগ পাওয়ার বড় দাবিদার ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
- ট্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা)
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত আইপিএলে খেলার পর এবার দিল্লি দলে নিয়েছে ট্রিস্টান স্টাবসকে। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার আক্রমণাত্মক ব্যাটিংয়ে যেমন পটু তেমনি উইকেটের পিছনে দারুণ চনমনে। ঘরোয়া অঙ্গনে তাঁর স্ট্যাম্পিংয়ের রেকর্ড বেশ ভাল, তাই তো টিম ম্যানেজম্যান্ট চাইলে তাঁকে নিয়ে পরিকল্পনা করতেই পারে।
- শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
অন্যান্য উইন্ডিজ ব্যাটারদের শাই হোপ এতটা বিধ্বংসী নন, তবে ম্যাচ পরিস্থিতি বুঝে ব্যাট করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার; এছাড়া মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন হলে তাঁকে ব্যবহার করা যায়। কিপিংয়েও কম যান না, এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০টি ডিসমিসাল করেছেন তিনি।
২০২৩ সালের আইপিএল একদমই ভাল যায়নি দিল্লি ক্যাপিটালসের। নিয়মিত অধিনায়ক না থাকায় তাঁরা অগোছালো ছিল অনেকাংশে; কিন্তু এবার ভাল কিছু করতে মরিয়া হয়ে উঠেছে ফ্রাঞ্চাইজিটি। ভক্ত-সমর্থকেরাও তাই প্রিয় দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে।