ভারতীয় ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়লেন কর্ণাটকের তরুণ ব্যাটার প্রখর চতুর্বেদী। ব্রায়ান লারাকে মনে করিয়ে অনূর্ধ্ব-১৯ ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে চারশোর বেশি রান করার কৃতিত্ব গড়লেন প্রথম কোনও ক্রিকেটার। কোচবিহার ট্রফির ফাইনালে খেললেন অপরাজিত ৪০৪ রানের ইনিংস।
১৯৯৯ সালের ডিসেম্বর মহেন্দ্র সিং ধোনির বিহারের বিরুদ্ধে জামশেদপুরের ফাইনালে ৩৫৮ রান করেছিলেন যুবরাজ সিং। সে ম্যাচের ঘটনা ঠাই পেয়েছিল ধোনির বায়োপিক ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’-তেও। যুবরাজ সিংয়ের সেই ২৪ বছর পুরনো রেকর্ডই এবার ভেঙে দিয়েছেন প্রখর।
কর্ণাটকের শিমোগার নাভুলে স্টেডিয়ামে কোচবিহার ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল কর্ণাটক। আর এ ম্যাচেই ৬৩৮ বলে অপরাজিত ৪০৪ রানের ইনিংস খেলেন প্রখর। এ ইনিংস খেলার পথে ৪৬টি চার এবং ৩টি ছক্কা হাঁকান এ ব্যাটার।
বয়সভিত্তিক এ টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল কর্ণাটকই। মুম্বাইও প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং করেনি। স্কোরবোর্ডে তাঁরা তোলে ৩৮০ রানের সংগ্রহ। তবে মুম্বাইয়ের এ সংগ্রহের বিপরীতে ২২৩ ওভারে ৮৯০ রান তোলে কর্ণাটক। যে ইনিংসে ক্রিজে পুরোটা সময়েই ছিলেন প্রখর। ই
ওপেনিং জুটিতে কার্তিকে সঙ্গে গড়েন ১০৯ রানের জুটি। এর পর দ্বিতীয় উইকেটে হর্ষ ধর্মানির সঙ্গে ২৯০ রানের জুটি গড়েন তিনি। এর মাঝেই নিজের শতক ছুঁয়ে ফেলেন প্রখর। এর কার্তিক কেপির সঙ্গে তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন।
প্রখর চতুর্বেদীর রেকর্ড গড়া ম্যাচে কর্ণাটকের একাদশে ছিলেন রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়ও। তাঁর সঙ্গে ৪১ রানের জুটি গড়েন প্রখর। যদিও শেষ পর্যন্ত মুম্বাইয়ের বিপক্ষে কর্ণাটকের ম্যাচটি ড্র হয়েছে। তবে কোনো ফাইনাল ম্যাচটি ড্র হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় কোচবিহার ট্রফির শিরোপা জিতেছে কর্ণাটকই।