বাংলাদেশের একাদশে একাধিক চমক

ভিন্নরকম পরিকল্পনা করছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে এক গাদা চমক আসন্ন। সবচেয়ে বড় চমক হবে, তাসকিন আহমেদের বিশ্রাম। মাস চারেক পর জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ মিস করেছেন তিনি, ফিটনেস ইস্যুতে। বোলিংয়ে পুরো ছন্দ এখনও ফিরে পাননি তিনি।

ভিন্নরকম পরিকল্পনা করছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে এক গাদা চমক আসন্ন। সবচেয়ে বড় চমক হবে, তাসকিন আহমেদের বিশ্রাম। মাস চারেক পর জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ মিস করেছেন তিনি, ফিটনেস ইস্যুতে। বোলিংয়ে পুরো ছন্দ এখনও ফিরে পাননি তিনি।

পরিবর্তন আসবে ওপেনিংয়ের পরিকল্পনাতেও। লিটন দাসকে মিডল অর্ডারে পাঠানো হতে পারে। ব্যাটিং অর্ডারে ওপেন করতে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনকে। দুই তরুণ ওপেনার, দুজনই আগ্রাসী মানসিকতার, পাওয়ার প্লের সুবিধা নিতে প্রস্তুত।

নাম্বার তিনে নাজমুল হোসেন শান্ত। এরপর আসবেন তাওহীদ হৃদয়, যিনি চার নম্বরে এখন দলের নির্ভরযোগ্য মুখ। অবশ্য, ক’দিন হল তিনি বেশ ফর্মহীনতায় ভুগছেন।

লিটন দাস ব্যাটিংয়ে থাকবেন পাঁচে। তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও, অভিজ্ঞতায় এখনো দলে গুরুত্বপূর্ণ। ছয় নম্বরে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যার ভূমিকা হবে দুইভাবে—ব্যাটে রানের ইনজেকশন, আর বল হাতে মধ্য ওভারে চাপ সৃষ্টি।

অধিনায়ক হিসেবে পুরোদমে দায়িত্ব নিয়ে তিনি নি:সন্দেহে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত। তাঁর পরেই পাওয়ার হিটিং ফিনিশার হিসেবে থাকবেন জাকের আলী। তিনি অথবা লিটন দাস, কে উইকেটের পেছনে দাঁড়াবেন সেটা এখনও নিশ্চিত নয়। লেগ স্পিনার রিশাদ হোসেন থাকছেন, পাওয়ার হিটিংয়ের খানিক দায়িত্ব তিনিও পাচ্ছেন।

পেস বোলিং ইউনিটের তিন মুখ—তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান। তাসকিন বিশ্রামে, নাহিদ রানাও স্কোয়াডে থাকলেও খেলছেন না। ফলে এই তিন পেসারকেই মূল দায়িত্ব নিতে হবে। স্পিনার হিসেবে একমাত্র ফ্রন্টলাইন বিকল্প রিশাদ হোসেন। লেগস্পিনার হিসেবে এই কন্ডিশনে তাঁকে ঘিরে দলের একটা কৌশলগত পরিকল্পনা রয়েছে।

শ্রীলঙ্কার একাদশে এক গাদা ডান হাতি ব্যাটার। ফলে, একজন বাঁ-হাতি স্পিনারের অভাববোধ করবে বাংলাদেশ। এই একাদশে তরুণ-অভিজ্ঞদের মিশ্রণ আছে, আছে কন্ডিশন অনুযায়ী কম্বিনেশন সাজানোরও একটা ইঙ্গিত থাকছে। মূল ফোকাস পেস বোলিংয়ে, তাঁদের মূল দায়িত্ব নিতে হবে। অন্যদিকে, টপ অর্ডারে আক্রমণাত্মক শুরু নিশ্চিত করাটাও জরুরী।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link