মেসিকে ঘিরে প্রতিবাদে পিএসজির ম্যাচ বয়কট

তবে মেসির এই নিষেধাজ্ঞা তুলে নেয়া মেনে নিতে পারেনি পিএসজির স্বীকৃত সমর্থক গোষ্ঠী পিএসজি আল্ট্রাস। এর প্রতিবাদে পিএসজির ম্যাচ বয়কটের ঘোষণাও দিয়েছে কালেক্টিভ আল্ট্রাস প্যারিস (সিইউপি)।

ক্লাবের অনুমতি না নিয়ে লিওনেল মেসির সৌদি আরব ভ্রমণ নিয়ে জলঘোলা কম হয়নি। দুই সপ্তাহের জন্য মেসিকে পিএসজির সব ধরণের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিলো পিএসজি কর্তৃপক্ষ। এক সাপ্তাহ পর সেই নিষেধাজ্ঞা তুলেও নিয়েছিলো তারা।

তবে মেসির এই নিষেধাজ্ঞা তুলে নেয়া মেনে নিতে পারেনি পিএসজির স্বীকৃত সমর্থক গোষ্ঠী পিএসজি আল্ট্রাস। এর প্রতিবাদে পিএসজির ম্যাচ বয়কটের ঘোষণাও দিয়েছে কালেক্টিভ আল্ট্রাস প্যারিস (সিইউপি)।

এর আগেও নেইমারকে ক্লাব ছাড়া করতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ করে তুমুল আলোচনার জন্ম দেয় আল্ট্রাস। সেই বিক্ষোভে ক্লাবের প্রতি তাদের অসন্তোষের ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। শুধু নেইমার নন, সেই বিক্ষোভে মেসি ও ইতালিয়ান মিড ফিল্ডার মার্কো ভেরাত্তির বিরুদ্ধেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সেই ঘটনার পরই লিওনেল মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আবারো অশান্ত করে তোলে আল্ট্রাসদের। মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ আরো বেশ কিছু ইস্যুতে ক্লাবের কাছ থেকে উত্তর চায় আল্ট্রাস। সেই যথাযথ উত্তর পাবার আগ পর্যন্ত পিএসজির ম্যাচ বয়কটের ঘোষণা তাদের।

এক বিবৃতিতে আল্ট্রাসের পক্ষ থেকে জানানো হয়, ‘‘ক্লাব কর্তৃপক্ষ এবং দ্য কালেকটিভ আল্ট্রাস প্যারিস নেতাদের বৈঠকের পর আমরা সিইউপি নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিচ্ছি। ফলে আমরা আর পার্ক দে প্রিন্সেসে উপস্থিত থাকব না বা অন্য কোথাও খেলা দেখতে যাব না।’

চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত ব্যর্থতার বিষয়টি নিয়ে বরাবরই ক্ষুদ্ধ পিএসজি সমর্থকরা। এদিকে লিওনেল মেসি বারবার বেতন সংক্রান্ত ইস্যুতে চুক্তি নবায়ন না করায় মেসির ওপর ক্ষোভ ঝারতেও ছাড়েননি তারা। আর ক্লাবের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সাথে ঝামেলায় জড়ানো নেইমারকেও সামনের মৌসুমে ক্লাবে দেখতে চাননা পিএসজি সমর্থকরা। তাই সব মিলিয়ে এসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনেরর সম্ভাবনাও নেই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...