রবিচন্দ্রন অশ্বিন – এখনো অবসর নেননি, জাতীয় দলের সাথেই আছেন। তবু নতুন পরিচয়ে নিজেকে পরিচিত করেছেন তিনি, রীতিমতো ক্রিকেট বিশ্লেষক হয়ে উঠেছেন। ক্রিকেটবিশ্বের নানান ঘটনা নিয়ে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মতামত দিয়ে থাকেন এই তারকা। বাদ যায়নি অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট ইস্যুও, ক্রিকেটাঙ্গনকে কাঁপিয়ে দেয়া এই আউট নিয়ে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
এই অফ স্পিনার বলেন, ‘ম্যাথুস আসলেই দু:খ পেয়েছিল। আসলে কেউই এভাবে আউট হতে চায় না; সবারই খারাপ লাগবে এমন কিছু ঘটলে। সব দলের কিন্তু এই ধরনের আবেদন করার কথা মাথায় থাকেও না।’
তবে সাকিব কিংবা ম্যাথুস কাউকেই দোষারোপ করতে নারাজ অশ্বিন। তিনি বলেন, ‘দুজনেই সঠিক। একজন জানতো নিয়মটা, আরেকজন নিয়মটা জানলেও বিবেচনা করা হবে ভেবেছিলেন। তাই যার যায় জায়গায় থেকে তাঁরা ঠিক আছেন; একজন কষ্ট পেয়েছেন, আরেকজন নিয়ম অনুসরণ করেছেন।’
এটা নিয়ে কথা বলতে গিয়ে নিজের ক্যারিয়ারের টাইমড আউট সম্পর্কিত ঘটনা তুলে ধরেন এই ডানহাতি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টের কথা মনে আছে? আমি নাইটওয়াচ ম্যান হিসেবে ব্যাটিংয়ে যাচ্ছিলাম। তো একটু আস্তেধীরে হেঁটেছি যাতে এক ওভারের বেশি না খেলতে হয়। তখনি আম্পায়ার এসে বলেন, তুমি দেরিতে এসেছো জানো? তাঁরা যদি আবেদন করে তাহলে তোমাকে আউট দিতে বাধ্য হবো।’
একই সাথে ব্যাটারদের ব্যক্তিগত ইকুইপমেন্ট নিয়ে সবসময় সতর্ক থাকার উপদেশ দেন এই স্পিনার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সিডনি টেস্টে আমি ব্যাটিং করছিলাম। এক পাশ থেকে স্পিন, আরেক পাশ থেকে পেস। সুরক্ষার জন্য চেস্ট প্যাড ছিল তখন, সেসময় মনে হলো, স্পিনের বিপক্ষে চেস্ট প্যাডের কারণে সফট হ্যান্ডে খেলতে সমস্যা হবে।
তাই আম্পায়ারের কাছে প্যাড ফিরিয়ে দেয়ার কথা জানাই। কিন্তু দিনের শেষ এক ঘন্টা চলমান থাকায় সেই সুযোগ দেয়া হয়নি আমাকে। কেননা বদলি ক্রিকেটার মাঠে ঢুকলে সময়ক্ষেপণ হবে।’