জীবন কল্পনাতেই সুন্দর। এই যেমন আজিঙ্কা রাহানে ভারতীয় দলের অধিনায়ক হবে এমন স্বপ্ন দেখতো ভক্তরা। তিন বছর আগে রঞ্জি ট্রফিতে পারফর্ম করে এমন স্বপ্ন বুনেছিলেন তিনি। তবে মাঝে খারা করে বাদ পড়েছিলে জাতীয় দল থেকে।
এবার যখন ফিরলেন ততদিনে কেটেছে ১৮ মাস। ঘরোয়া লিগ,আইপিএল ও অভিজ্ঞতার বিচারে ফিরেছেন ভারতের টেস্ট দলে। আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাদশে থাকাও প্রায় নিশ্চিত।
মানুষ অতীত থেকে শিক্ষা নেয়। মনে রাখে অতীতের ভুলগুলো। রাহানে অবশ্য আপাতত অতীত মনে রাখতে চাননা । ফোকাস রাখতে চান সামনের দিনে।
রাহানের স্কোয়াডে ফেরা অনেকটা কাকতালীয়ও বটে। আইপিএলে লোকেশ রাহুলের ইনজুরির পর বেড়েছিল সুযোগের সম্ভাবনা। শেষ পর্যন্ত ডাক পেয়েছেন স্কোয়াডে। একাদশেও রাহুলের জায়গায় দেখা রাহানের খেলার সম্ভাবনা বেশি। এমন সুযোগের পর রাহানের কাঁধে বাড়তি চাপ থাকবে পারফর্ম করার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিতের সাথে শুভমান গিলের ওপেন করার সম্ভবনা রয়েছে। তবে অজি পেসারদের বিপক্ষে রাহানেকেই ব্যবহার করতে পারে ম্যানেজম্যান্ট। রাহানের অভিজ্ঞতাও বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য।
ভারতীয় ক্রিকেটে রঞ্জি ট্রফির গুরুত্ব এভারেস্ট সমান। বাজে ফর্মে জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়গুলো খেলেন এই টুর্নামেন্টে। সেখানে নিজেকে প্রমাণ করে আবারও ফিরেন জাতীয় দলে। রঞ্জি ট্রফির প্রতি তাই কৃতজ্ঞ থাকতেই পারেন রাহানে।
রাহানে নতুন শুরুটা নতুন করেই শুরু করতে চান। টি-টোয়েন্টি বা টেস্ট নয়, রাহানের ফোকাসের জায়গা ভালো খেলা।
কথায় আছে মেধাবী মানুষজন হারতে পারে, তবে পরিশ্রমীরা কখনও হারেনা। জাতীয় দলে ফিরতে রাহানে যে পরিশ্রম করেছে তার পুরস্কার পেয়েছেন দারুণভাবেই।
জাতীয় দলে রাহানে ফেরার বড় সুযোগ পেয়েছিলেন হলুদ জার্সিতে। চেন্নাই সুপার কিংসের হয়ে করেছেন পারফরম্যান্স। ঘরোয়া লিগেও পেয়েছেন নিয়মিত রান। এবার অপেক্ষার পালা ফাইনালে কেমন করেন রাহানে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে হেরেছিল ভারত। অপরদিকে প্রথমবার ফাইনালে অস্ট্রেলিয়া। যদিও এর আগে ফাইনাল হয়েছিল একটিই। ফাইনালের স্নায়ুচাপ সামলানোর ক্ষমতা ভালোভাবেই রয়েছে রাহানের। অভিজ্ঞতার পাশাপাশি দিন কয়েক আগে জিতেছেন আইপিএল ট্রফি।
খারাপ সময় কাটানোর পর যারা পাশে ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাহানে। রাহানের বয়স বর্তমানে ৩৪।
একজন ব্যাটার হওয়ায় ভারতীয় দলকে এখনও দেওয়ার বাকি আছে অনেক কিছু। রাহানে তা পারবেন। কঠিন ভাষায় ভক্তদের জন্য হলেও রাহানেকে তা পারতেই হবে।