চমকে ঠাসা টেস্ট দল ঘোষণা বাংলাদেশের

দু’জনই প্রথমবারের মত ডাক পেয়েছেন টেস্ট দলে। তবে, অনেকদিন ধরেই আছেন বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আক্ষরিক অর্থেই দলটা চমকে ঠাসা। নতুন মুখ দুজন – যুব দল থেকে এইচপি ও ‘এ’ দল হয়ে আসা শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

দু’জনই প্রথমবারের মত ডাক পেয়েছেন টেস্ট দলে। তবে, অনেকদিন ধরেই আছেন বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে। তাঁদের পেছনে বিনিয়োগ করেই এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে বিসিবি। দুজনই সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে খেলেছেন।

১৫ সদস্যের দলে আরেকটা চমক হল পেসাদের আধিক্য। দলে আছেন পাঁচ জন পেসার। মুশফিক ছাড়া বাকিরা হলেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ।

বোঝাই যাচ্ছে বাংলাদেশ দলের একাদশেও থাকবে পেসারদেরই আধিক্য। দলে স্বীকৃত স্পিনার আছেন মাত্র দু’জন – মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

কোচ চান্দিকা হাতুরুসিংহের জন্যই অপেক্ষা করছিল বোর্ড। হাতুরু এসেছেন গেল তিন জুন। এর পরের দিনই তিনি চলে আসলেন মাঠে। বসলেন নির্বাচকদের সাথে। ব্যস, হয়ে গেল চূড়ান্ত দল।

ইনজুরির জন্য সিরিজে নেই সাকিব আল হাসান। তাই, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্ট ম্যাচটিতে অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস।

  • আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিক রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ‍দিপু, মুশফিক হাসান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...