জাতীয় দল ছেড়ে আইপিএলে ফিরছেন রাহুল দ্রাবিড়!

ভারতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে ফের আইপিএলে ফিরতে পারেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’।

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই বিসিসিআই-এর সঙ্গে চুক্তি ছিল প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপ শেষ হয়েছে। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় অধ্যায়ও শেষ হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সাবেক এই ক্রিকেটার আর চুক্তি বাড়াবেন কিনা সেটি নিয়েও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো খবর পাওয়া যায়নি। 

এমন সময়ে কোচ হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠে এল নতুন তথ্য। শোনা যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে ফের আইপিএলে ফিরতে পারেন ক্রিকেটের ‘দ্য ওয়াল’।

এ ক্ষেত্রে আইপিএলের দুটি দল রাজস্থান রয়্যালস কিংবা লখনৌ সুপারজায়ান্টসের মধ্যে একটি দল হতে পারে রাহুল দ্রাবিড়ের সম্ভাব্য গন্তব্য। এর আগে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফের অংশ ছিলেন দ্রাবিড়। আইপিএলে তাই নিজের পুরনো দলেই ফিরতে পারেন এ কোচ। 

তবে গুঞ্জন আছে, টিম ইন্ডিয়ার হেড কোচকে দেখা যেতে পারে লখনৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে। সে ক্ষেত্রে গৌতম গম্ভীরের জায়গায় স্থলাভিষিক্ত হবেন তিনি। সম্প্রতি, লখনৌ ছেড়ে আগামী আসরের জন্য কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নাম লিখিয়েছেন গম্ভীর। 

যদিও জানা গেছে,  দ্রাবিড়ের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য খুব দ্রুত বসতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। বিসিসিআই-এর তরফ থেকে দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনাই প্রবল।  যদিও শোনা যাচ্ছে, দ্রাবিড় আপাতত পরিবারকে সময় দিতে চান। তাই জাতীয় দল থেকে দূরে সরে থাকতে চাইছেন। সব মিলিয়ে দ্রাবিড়ের ভবিষ্যৎ গন্তব্য এখনও ধোঁয়াশার মধ্যেই থাকছে। 

দুই বছরের চুক্তিতে ২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। সর্বশেষ এশিয়া কাপ ছাড়া আর কোনো শিরোপা ভারতকে জেতাতে পারেননি তিনি। 

তবে ভারতীয় ক্রিকেটের তৃণমূল পর্যায়ে বদলে দেয়ার নেপথ্যে মূল কারিগর ছিলেন তিনিই। জাতীয় দলের আগে দীর্ঘদিন অনূর্ধ্ব-১৯ কিংবা ন্যাশনাল ক্রিকেট একাডেমির দায়িত্ব পালন করেছিলেন রাহুল দ্রাবিড়। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...