সকাল থেকেই আকাশ মেঘলা ও বৃষ্টি থাকায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের তিনটি এবং রেলিগেশন লিগের একটি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল। সারা দিন প্রবল বর্ষণের কারণে সেই শঙ্কায় সত্যি হয়েছে। বৃষ্টির কারণে আজকের তিনটি ম্যাচ স্থগিত ও একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সুপার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুরে নির্ধারিত সময়েই ম্যাচটি শুরু হয়েছিল। কিন্তু টসে জিতে ব্যাট করতে নামা প্রাইম দোলেশ্বর ১.৩ ওভার ব্যাটিং করার পরই নামে বৃষ্টি। এরপর আর বৃষ্টি না থামলে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় দুই দলের মাঝে।
সুপার লিগের প্রথম ম্যাচটি শুরু হলেও দ্বিতীয় ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি এমনকি টস পর্যন্ত হয়নি। দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচের একটি বলও না হওয়ার কারণে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
সুপার লিগের শেষ ম্যাচে সন্ধায় মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথেও বাঁধা হয়ে আসে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস খারাপ হওয়াতে নির্ধারিত সময়ের আগেই স্থগিত করা হয়েছে ম্যাচটি। এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সাড়ে ছয়টায়।
সুপার লিগে এই তিন ম্যাচ ছাড়াও রেলিগেশন লিগের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়েছে। যেখানে লেজেন্ডস অব রুপগঞ্জের প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুযায়ী কোন বল মাঠে না গড়ানোয় ম্যাচটি পরবর্তী যে কোনো সময়ে আবার অনুষ্টিত হবে।
স্থগিত হওয়া ম্যাচ গুলো আবার কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই সিদ্বান্ত নেওয়া হতে পারে আজ (১৯ জুন) সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাতে। বিষয়টিগণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।
তিনি বলেন, ‘বৃষ্টির কারণে সকালের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি না থামায় শেখ জামাল আর প্রাইম ব্যাংকের দুপুরের ম্যাচটিও স্থগিত করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সন্ধ্যায় আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচটিও স্থগিত রাখার। ম্যাচ গুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ সন্ধ্যায় সিসিডিএমের একটি মিটিং আছে, সেখানে সিদ্ধান্ত হবে স্থগিত হওয়া ম্যাচ কবে হবে।’