মানি ইজ নট আ প্রবলেম!

এর আগে অন্তত দুইবার রিয়ালে যোগ দেবার খুব কাছাকাছি ছিলেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে। সর্বশেষ বার তো রিয়ালে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন এমবাপ্পে। কিন্তু পিএসজির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি তিনি। গ্রীষ্মকালীন দলবলেই সব পাঁকা করে ফেলার পরেও রিয়ালে না আসা এমবাপ্পেকে এবার দলে ভেড়াতে বদ্ধপরিকর রিয়াল।

গত মৌসুমের শেষেই প্যারিস ছেড়ে মাদ্রিদে আসার কথা প্রায় পাঁকাপাকি করে ফেলছিলো এমবাপ্পে এবং রিয়াল দুই পক্ষই। তখন পিএসজির সাথে চুক্তির প্রায় শেষদিকে ছিলেন এমবাপ্পে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পিএসজির সাথে চুক্তি ২০২৪ সাল পর্যন্ত বর্ধিত করেন এমবাপ্পে। সেখানে আবার ১ বছর চুক্তি বাড়ানোর সু্যোগও রয়েছে।

রিয়ালের সাথে সব কথা আগানোর পর পিএসজির সাথে এমবাপ্পের চুক্তি বাড়ানোর বিষয়টি ভালো ভাবে নেয়নি ১৪ বারের ইউরোপ সেরারা। এমবাপ্পের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুদ্ধ হয়েছিলো রিয়াল। কিন্তু এ স্বত্তেও বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এই তারকাকে দলে ভেড়াতে আবারো বেশ আগ্রহী রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

ইংলিশ গণমাধ্যম স্পোর্টস বাইবেল জানিয়েছে, বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জন্য ১ বিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

২০২৪ পর্যন্ত পিএসজি’র সাথে চুক্তি বদ্ধ এমবাপ্পে। কিন্তু এখনই তাকে রিয়াল মাদ্রিদে যোগ দেবার আহবান করছেন সাবেক রিয়াল লিজেন্ড জোশে মারিয়া গুতিয়েরে হার্নান্দেজ। তার মতে, এমবাপ্পের জন্মই হয়েছে রিয়াল মাদ্রিদে খেলার জন্য, ‘মেসি, নেইমার, রোনালদোরা নিজেদের ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছে লা লিগায়। এমবাপ্পেরও উচিত রিয়ালে যোগ দেয়া। এখানে আসলেই তার আসল শক্তি বেরিয়ে আসবে। অবশ্যই যত দ্রুত সম্ভব লস ব্লাঙ্কোতে যোগ দিক এমবাপ্পে।’

এমবাপ্পের জন্য চার বছরের চুক্তি প্রস্তাব করবে রিয়াল এমনটাই জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যার সর্বমোট পরিমাণ দাঁড়াবে ১ বিলিয়ন পাউন্ড।এই পুরো অর্থের ৫৫২ মিলিয়ন পাউন্ড এমবাপ্পের আর বাকি ১৩২ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি, কমিশন ফি’সহ অন্যান্য খরচ।

গত মৌসুমেই পিএসজির সাথে এমবাপ্পের চুক্তি নবায়নের পর এমবাপ্পের ওপর বেশ চটেছিলেন রিয়াল সমর্থকরা। ‘এমবাপ্পেকে ভুলে গেছে রিয়াল’ এমন মন্তব্যও করেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু বিশ্বকাপে ওমন দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারো সেই এমবাপ্পে পেতে দৌড়ঝাপ শুরু করেছে বর্তমান ইউরোপ সেরারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link