রিয়ালের প্রস্তাব আর ফেরাতে পারবেন না এমবাপ্পে

পিএসজির সাথে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। তবে এর আগেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। জার্মান পত্রিকা ‘বিল্ড’ অন্তত সেই খবরই দিচ্ছে। তাদের মতে, দলবদলের বাজারে শেষ মুহূর্তে এমবাপ্পেকে দলে ভেড়ানোর জন্য পিএসজিকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চায় রিয়াল মাদ্রিদ। 

গত দুই-তিন মৌসুম ধরেই ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। বছর দুয়েক আগে এক প্রকার চূড়ান্তই করে ফেলেছিলেন, পিএসজির অধ্যায়ে ইতি টানবেন। নাম লেখাবেন রিয়াল মাদ্রিদ শিবিরে। তবে শেষের নাটকীয়তা তা আর হয়নি। উল্টো পিএসজি’র সাথে নতুন করে আরো ৩ বছরের চুক্তি করে বসেন তিনি। 

তবে এবার নাকি আর পিএসজিতে থাকতেই চাইছেন না এমবাপ্পে। যদিও পিএসজির সাথে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। তবে এর আগেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। জার্মান পত্রিকা ‘বিল্ড’ অন্তত সেই খবরই দিচ্ছে। তাদের মতে, দলবদলের বাজারের শেষ মুহূর্তে এমবাপ্পেকে দলে ভেড়ানোর জন্য পিএসজিকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চায় রিয়াল মাদ্রিদ। 

ইউরোপের দলবদলের জানালা শেষ হবে আগামী ১ সেপ্টেম্বরে। জানা গেছে, ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে পিএসজিকে এমন প্রস্তাব দিতে চায় রিয়াল। অবশ্য এর আগেও এমবাপ্পেকো পাওয়ার জন্য মোটা অঙ্কের রিলিজ ক্লজ ফি পরিশোধের প্রস্তাব দিয়েছিল মাদ্রিদ।

কিন্তু, শেষমেশ, এমবাপ্পেকে তাঁরা দলে ভেড়াতে ব্যর্থ হয়। তাই নতুন করে এবার আর সরব শোনা যাচ্ছে না। মাদ্রিদ এখন যেটি করছে, সেটি অনেকটা চুপিসারেই হচ্ছে। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখবে কিনা, তা সময়ই বলে দিবে। 

পিএসজির সাথে এমবাপ্পের এমন দূরত্ব শুরু হয় এ বছরের ট্রান্সফার উইন্ডোর শুরু থেকেই। এমবাপ্পে বরারবই চেয়েছেন, চুক্তি শেষ করে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দিতে। কিন্তু পিএসজির দাবি ছিল, হয় এখনই চুক্তি নবায়ন নয়তো এ মৌসুমেই ক্লাব ত্যাগ। কারণ, এমবাপ্পেকে তাঁরা ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে চায় না। ও দিকে রিয়াল মাদ্রিদও চেয়েছিল, এমবাপ্পেকে ফ্রি ট্রান্সফার ফি তে পেতে। কিন্তু পরিস্থিতি আপাতত ঘোলাটে হওয়ায় সেটি আপাতত হচ্ছে না। 

এ দিকে পিএসজির প্রাক-মৌসুম প্রস্তুতিতে ছিলেন না এমবাপ্পে। এর ফলে, পিএসজির সাথে তাঁর সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকে। এ সময়ের মধ্যে অবশ্য এমবাপ্পে আল হিলালের কাছ থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেটি নিয়ে সৌদি এ ক্লাবের সাথে বসতেই চাননি এমবাপ্পে। কারণ, তাঁর ভাবনা জুড়ে এখন শুধুই ইউরোপিয়ান ফুটবল। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...